শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৪:১৪

মাত্র ১০ টাকায় থালি, খাবেন একেবারে পেট পুরে!

মাত্র ১০ টাকায় থালি, খাবেন একেবারে পেট পুরে!

এক্সক্লুসিভ ডেস্ক : দু’টাকা কেজি চাল, সাইকেল বিলিয়ে আগেই দেখিয়ে দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কম যান না জয়ললিতাও৷

তিনিও ভোট ব্যাংক সুরক্ষিত করতে আম্মা ক্যান্টিন চালু করেছেন অনেক আগেই৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দু’টাকার চাল বিলিয়েছেন গরিব মানুষকে, ঠিক তেমনি আম্মাও এক টাকায় ইডলি, পাঁচ টাকায় সম্বর, তিন টাকায় ভাত বিক্রি করেও শিরোনামে এসেছেন৷

তবে তিনিই বা কেনও পিছু হটবেন? তিনিও তো মুখ্যমন্ত্রী৷ সাধারণ ভোটারদের আশির্বাদ তার মাথার উপরও রয়েছে৷ সামনেই ২০১৮৷ রাজ্যে ভোট বলে কথা৷

সেটা ভালোই জানেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান৷ মূলত তারই উদ্যোগে গরিবদের জন্য ভর্তুকির সস্তা খাবার দেয়ার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার৷

সরকারের উদ্যোগেই এবার চালু হচ্ছে মাত্র ১০ টাকা মূল্যের ‘থালি’৷ কি থাকছে এই থালিতে? থালিতে উঠতে চলেছে রুটি, ডাল, সবজি, ভাত আর আচারের মত পেটভরা খাবার।

প্রথমে চালু হবে ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র ও জব্বলপুরে।  স্থানীয় কর্পোরেশন খাদ্য দফতরের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন আউট-লেটের মাধ্যমে গরিবদের কাছে পৌঁছে দেবে পানির দরে খাবার।

শিগগিরই মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করবেন।  বিজেপির পাঁচমারি বৈঠকে চৌহান নিজেই এ পরিকল্পনার কথা বলেন।  

২৫ তারিখ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে এ প্রকল্প চালু করতে চান তিনি।  বিজেপি সূত্রের খবর, ২০১৮-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এ প্রকল্পে জোর দিচ্ছে সরকার।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে