শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:২৩:৩৪

জেনি নিন, ক্যান্সারের প্রাথমিক কিছু উপসর্গ

জেনি নিন, ক্যান্সারের প্রাথমিক কিছু উপসর্গ

এক্সক্লুসিভ ডেস্ক:  দেহের যেকোনো অংশে দেহকোষ যদি অনিয়মিত হারে বাড়তে থাকে, তবে সেখানেই ক্যান্সার হয়েছে বলা হয়। এ রোগ পুরোপুরি নির্মূল করতে পারে এমন কোনো চিকিত্সা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি।

অপারেশন করে এবং রেডিওথেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে কিছুটা কন্ট্রোল করা যায় মাত্র। WHO-র পরিসংখ্যান বলছে, ক্যান্সার আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তবে বেশকিছু উপসর্গ রয়েছে, যেগুলি খেয়াল করলে ক্যান্সার সম্বন্ধে আগে থেকেই সচেতন হওয়া যায়।

১) অকারণে ওজন কমে যাওয়া
২) ফ্যাটিগ বা অবসাদ
৩) শ্বাসকষ্ট, হাঁফ ধরে যাওয়া
৪) আঁচিলের পরিবর্তন
৫) হঠাৎ হঠাৎ জিলিক দিয়ে ব্যথা
৬) নাগাড়ে কফ-কাশি
৭) রক্তজমাট বাঁধা বা রক্তশূন্য হয়ে যাওয়া
৮) গলার স্বর পাল্টে যাওয়া
৯) জ্বর
১০) অস্বাভাবিক মাংসবৃদ্ধি
১১) খাবার গিলতে অসুবিধা
১২) অত্যধিক ঘাম-জিনিউজ

১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে