শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৩২:৪৩

জানেন কি, দিনের কোন সময় পেট্রোল ভরালে লাভবান হবেন?

জানেন কি, দিনের কোন সময় পেট্রোল ভরালে লাভবান হবেন?

এক্সক্লুিসভ ডেস্ক :দিনে দিনে বাড়ছে পেট্রোলের দাম। পেট্রোল এখন বিকোচ্ছে সোনার দরে। তাই বুঝে শুনে তো কিনতে হবে বস! তাইতো সব সময় পেট্রোল কিনলে চলবে না।

জেনে নিন, সারা দিনের কোন সময়টা পেট্রোল/ডিজেল ভরালে আখেরে লাভ হয়। বিশেষজ্ঞদের মতে, পেট্রোলিয়ামজাত পদার্থ সকালের দিকে কেনাটাই সবচেয়ে লাভের হয়। এর কারণ হল পেট্রোল বা ডিজেলের মত পেট্রোলিয়াম প্রোডাক্ট গরম থাকা অবস্থা বেড়ে যায়।

দুপুরের দিকে তাপমাত্রা সাধারণত বেশি থাকে। ফলে টাকা খরচ করে যখন আমরা নির্দিষ্ট পরিমাণ পেট্রোল/ডিজেল কিনি তখন সেটা expansion বা বিস্তৃত বা স্ফিত অবস্থায় থাকে।

সকালের দিকে ঠান্ডা তাপমাত্রায় পেট্রোল, গ্যাস বা ওই জাতীয় পদার্থ অপেক্ষাকৃত অনেক ঘন থাকে। ফলে একই পরিমাণ পেট্রোল বা ডিজেল দিনের অন্য সময়ের চেয়ে সকালের দিকে কিনলে খুব সামান্য হলেও বেশি পাওয়া যায়।

কথায় আছে কষ্ঠে মেলে কেষ্ঠ। তাই প্রেমিকাকে নিয়ে যদি ” এই পথ যদি না শেষ হয়” গানটা গাইতে চান তাহলে সকালেই পেট্রোল ভরুন।-কলকাতা24
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে