মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৪১:২০

খায় কোল্ড ড্রিঙ্ক, এই ছাগলটির দাম ২১ লাখ!

খায় কোল্ড ড্রিঙ্ক, এই ছাগলটির দাম ২১ লাখ!

এক্সক্লুসিভ ডেস্ক : বাদল বলে ডাকে সবাই।  জনপ্রিয়তাও প্রায় তুঙ্গে।  বোতলের ঠান্ডা পানীয় যেভাবে পেটে চালান করে তা দেখে কে বলবে যে, বাদল আসলে একটি সাদা ছাগল!  

কোরবানির জন্যই কেনা ছাগলটি।  আপেল, ঘি থেকে শুরু করে কিসমিস, ময়দা সবই ছিল তার খাদ্য তালিকায়।  কিন্তু হাড়ি কাঠে গলা দেয়ার আগে বাদলকে জনপ্রিয়তা এনে দিল তার প্রিয় ঠান্ডা পানীয়টি

বাদল এখন কানপুরের সুপার স্টার।  অথচ যাকে চড়া দামে কিনেছে তার মালিক।  ঈদের সকালে ধর্মীয় রীতি মেনে জবাই করা।  

ঠান্ডা পানীয় পানের খবর পেয়ে তাকে দেখতে চারিদিক থেকে লোক জড়ো হয়েছিল কানপুরের বাইনঙ্গনগঞ্জ বাজারে।  অনেকে সেলফিও তুলেছেন বাদলের সঙ্গে।

ঈদের সকালের জন্যই তার মালিক আকিব প্রতি মাসে খরচ করেছেন ৩৫ হাজার টাকা।  তার শরীরের গঠন যাতে ঠিক থাকে তার দিকে তিক্ষ্ম নজর ছিল আকিবের।  

তিন লাখে কেনা বাদলের ঠান্ডা পানীয় খাবারে জনপ্রিয়তা ২১ লাখে অনেকে কিনতে চাইলেও আকিব কিন্তু সিদ্ধান্তে স্থির।  

তিনি কোনোমতেই তাকে বিক্রি করেননি।  তবে আকিবের নজর এড়িয়ে বাদল কিন্তু সেই বেঁচেই রইলো সোশ্যাল মিডিয়া আর সেলফিতে।
১৩ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে