বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৫৭:১৪

বিশ্বের ক্ষমতাবান মহিলাদের তালিকায় ২য় স্থানে এক বাঙালী নারী

বিশ্বের ক্ষমতাবান মহিলাদের তালিকায় ২য় স্থানে এক বাঙালী নারী

এক্সক্লুসিভ ডেস্ক : আমেরিকার বাইরে বিশ্বের পঞ্চাশ জন চূড়ান্ত ক্ষমতাবান মহিলাদের তালিকায় এবার দুই নম্বরে এক বাঙালি নারী। এছাড়াও রয়েছেন ওরও দু'জন ভারতীয় মহিলা। তালিকাটি প্রকাশ করেছে 'ফরচুন' পত্রিকা। এই তালিকায় স্থান পাওয়া ছাড়াও এদের সকলের মধ্যে মিল একটাই, এরা সকলেই ব্যাঙ্কার।

এবারো বোধ হয় আপনি সেই 'বাঙালি নারীর' নামটা আন্দাজ করতে পারছেন না! তিনি অরুন্ধুতী ভট্টাচার্য্য, ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক এসবিআই-এর প্রধান। বাকি দু'জন হলেন আইসিআইসিআই-এর ছন্দা কোচ্চার (পঞ্চম স্থানে) ও অ্যাক্সিস ব্যাঙ্কের শিখা শর্মা (উনিশতম স্থানে)।

প্রবাদে আছে, "বাণিজ্যে বসতে লক্ষী"। আর এই তিন ভারতীয় 'লক্ষী' সেটা প্রমাণ করে ছেড়েছেন ব্যাঙ্কিং বিশ্বে তাদের সাফল্য দিয়ে। ফরচুনের এই তালিকায় গতবারের মতোই এবারও প্রথম স্থানটি ধরে রেখেছেন ব্যাঙ্কো সানটানডের এক্সিকিউটিভ চেয়ারম্যান বোটিন। উল্লেখ্য, ব্যাঙ্কো সানটানডেই হল ইউরো জোনের মার্কেট ভ্যালুর নিরিখে শ্রেষ্ঠ ব্যাঙ্ক। জিনিউজ

১৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে