বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৫:৩৬

১৩১ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে ২০১৬ এর আগস্ট!

১৩১ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে ২০১৬ এর আগস্ট!

এক্সক্লুসিভ ডেস্ক : আজ ১৪ সেপ্টেম্বর। আগস্ট মাস চলে গিয়েছে বেশ কিছুদিন তো হল। আবার আগস্ট আসবে সামনের বছর ২০১৭ সালে। কিন্তু ২০১৬ সালের আগস্ট মাস আপনার মনে থেকে যাবে চিরকাল।

কারণ, নাসার কথা অনুযায়ী গত ১৩৬ বছরের সবথেকে উষ্ঁতম আগস্ট মাস গেল ২০১৬ সালেই! নাসার বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ব যে কতটা উষ্ণয়ানের প্রভাবে জর্জরিত, তা বোঝার জন্য এবারের আগস্ট মাস ছিুল প্রতীকী।

১৯৫০ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত বেশ গরম থাকতো আগস্ট মাস। কিন্তু এ বছরের আগস্ট মাসের গরম আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। ১৯৫০ থেকে ১৯৮১ সালের আগস্ট মাসগুলোর গড় উষ্ণতার থেকে প্রায় ০.৯৮ সেলসিয়াস বেশি উষ্ণ ছিল এবারের আগস্ট মাস। তাহলেই বুঝুন, কতটা তাপ বাড়ছে আমাদের পৃথিবীর।

১৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে