বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৯:৩২

হোস্টেলের ছাত্রদের বিছানা দখলে বানর!

হোস্টেলের ছাত্রদের বিছানা দখলে বানর!

এক্সক্লুসিভ ডেস্ক : বানরের বাঁদরামিতে অতিষ্ঠ আইআইটি- বম্বের ছাত্ররা।  গত কয়েক সপ্তাহ ধরে সেখানে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে।  হোস্টেলের ছাত্রদের বিছানা দখলে নিতে চায় বানর দল!

কখনো হোস্টেলে ঢুকে বিছানায় শুয়ে পড়া, কখনো ক্যাম্পাসে ছাত্রদের থেকে জিনিসপত্র ছিনিয়ে নেয়া, ডাস্টবিন উল্টে দিয়ে আবর্জনা ছড়ানো আবার কখনো দামি ইলেকট্রনিক জিনিস ভাঙচুর- এককথায় বানরের বাঁদরামির শিকার ছাত্র-শিক্ষকরা।

ক্যাম্পাস ম্যাগাজিনের অনলাইন এডিশনে এ সমস্যার কথা শেয়ার করে এক ফাইনাল ইয়ারের ছাত্র জানালেন, 'ওরা সবসময় ক্যাম্পাসেই থাকছে। সংখ্যাটা দিন দিন বাড়ছে।  যদি কেউ কোনোভাবে ঘরের দরজা বন্ধ করতে ভুলে যায়, তবে তার ঘরের চেহারা পাল্টে যাচ্ছে।  জামা-কাপড় ঘেঁটে, মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে দিচ্ছে বানরের দল।  ডাস্টবিনে খাবার মতো কিছু খুঁজে না পেলে ওরা রাগের চোটে আবর্জনা চারিদিকে ছড়াচ্ছে।'

তবে এ ঘটনা নতুন কিছু নয় বলে দাবি শিক্ষকদের। এক শীর্ষ অধ্যাপকের দাবি, এমনটা আগেও হয়েছে। কোনো সময় ওরা সংখ্যায় বেশি থাকে, কোনো সময় কম।  ক্যাম্পাসের খুব কাছেই জঙ্গল।  শুধু হোস্টেলেই নয়, এর আগে অফিসঘরেও বানরের দল তাণ্ডব চালিয়েছে।  

ছাত্রদের দেখাশোনার দায়িত্বে থাকা ডিন সৌম্য মুখোপাধ্যায়ের যুক্তি, ছাত্রদের একটু সতর্ক থাকা উচিত।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে