এক্সক্লুসিভ ডেস্ক: কত রকম বাড়িই তো আমরা দেখেছি। ছোট্ট কুটির থেকে রাজার প্রাসাদ। ছিমছাম বাগানবাড়ি থেকে একশো তলা বহুতল। রঙে, ঢঙে কতই না বৈচিত্র! তবু বাড়ি বা বিল্ডিং বলতে কিছু চেনা ছকের মধ্যেই ঘোরাফেরা করে আমাদের ভাবনা।
কিন্তু বিশ্বের নানা প্রান্তে এমন কিছু বিল্ডিং আছে, যা দেখলে বলে ফেলবেনই আপনি, এ আবার কেমন বাড়ি!! এই ধরুন কারওর বাড়িটা প্যাঁচানো, কোন বিল্ডিং দেখতে ভাঙা কিন্তু আদৌ তা নয়। অদ্ভুত, বিচিত্র সব ডিজাইন। দেখুন, আপনিও বিস্মিত না হয়ে পারবেন না।-আনন্দবাজার
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস