বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৩৪:০৫

বিশ্বের সবচেয়ে বড় চকলেট, ওজন ১৩ হাজার ৮৫২ কেজি!

বিশ্বের সবচেয়ে বড় চকলেট, ওজন ১৩ হাজার ৮৫২ কেজি!

এক্সক্লুসিভ ডেস্ক : চকলেট কে না পছন্দ করে।  কমবেশি সবাই চকলেট খেতে ভালোবাসেন।  যারা নিছকই চকলেট-প্রেমী নন, তারা একটু জ্ঞান বাড়িয়ে নিলে অসুবিধা কী! এবার সেরকমই চকলেটই তৈরি করেছে একটি চকলেট প্রস্তুতকারী সংস্থা, যার ওজন ১৩ হাজার ৮৫২ কেজি!

বিশ্বাস হচ্ছে না? না হলেও ঘটনা কিন্তু সত্যি।  একবার দেখলে মাথা ঘুরে যাবে।  মাথা না ঘুরলেও তবে থেকে চাইবে মন।

অবশ্য পাহাড়সম চকলেট বানিয়ে এর আগে শিরোনামে এসেছে একাধিক সংস্থা।  তবে বিশ্বের সবচেয়ে বড় চকলেটের শিরোপা উঠল চকলেট প্রস্তুতকারী সংস্থা Hershey-এর মাথায়।  ১৩ হাজার ৮৫২.৭১ কেজির চকলেটটি স্থান পেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গিনেসের তরফে জানানো হয়েছে, ১২ ফুট দৈর্ঘ্যের চকলেটটি ১৫২ জন কারিগর মিলে তৈরি করেছেন। মোট ৯ দিন সময় লেগেছে চকলেটটি তৈরি করতে। সংস্থার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে তৈরি করা হয়েছে চকলেটটি।
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে