বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫০:০৪

অবাক কাণ্ড, মাছের আঁশ থেকে বিদ্যুৎ উৎপাদন!

অবাক কাণ্ড, মাছের আঁশ থেকে বিদ্যুৎ উৎপাদন!

এক্সক্লুসিভ ডেস্ক : এবার যোগ হলো নতুন এক আবিষ্কার।  তা হলো মাছের আঁশ থেকে বিদ্যুৎ উৎপাদনের উপায়! সাধারণত মাছের আঁশ ফেলেই দেয়া হয়৷ এই মাছের আঁশ থেকেই বিদ্যুৎ উৎপাদন করে সবাইকে অবাক করে দিলেন যাদবপুরের বিজ্ঞানীরা৷ অবাক কাণ্ড, সেই কাণ্ডই ঘটালেন একদল গবেষক।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ‘বায়োডিগ্রেডেবল এনার্জি হারভেস্টর’ তৈরি করে ফেলেছেন৷ যেখানে মাছের আঁশ থেকে উৎপাদন করা সম্ভব হবে বিদ্যুৎ৷

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাছের আঁশে থাকে প্রচুর পরিমাণ কোলাজেন ফাইবার বা তন্তু।  এই কোলাজেন তন্তুর এক ধরনের বিশেষ গুণ আছে৷ বাহ্যিক চাপ প্রয়োগের ফলে তাতে ইলেকট্রিক চার্জ দেখা দেয়৷ এই ধর্মকে কাজে লাগিয়ে বায়ো-পিজোইলেকট্রিক ন্যানোজেনারেটর তৈরি করেছেন বিজ্ঞানীরা৷

এই ন্যানোজেনারেটরগুলি শারীরিক সঞ্চালনে যে মেকানিক্যাল শক্তি মেলে তা থেকেই বিদ্যুৎ তৈরি করতে পারে৷ এ ধরনের ন্যানোজেনারেটারে যদি বারবার আঙুল ছোঁয়ানো যায়, তবে অন্তত ৫০টি ব্লু-এলইডি জ্বলতে পারে৷

বিজ্ঞানীদের ধারনা, নতুন এ আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।  পেসমেকার বদলে দেয়া থেকে শুরু করে আরো বহু মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এ আবিষ্কার৷
১৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে