শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০৩:২১

পুরুষেরা সাবধান, এই ক্যান্সারে আপনিও আক্রান্ত কি না দেখে নিন

পুরুষেরা সাবধান, এই ক্যান্সারে আপনিও আক্রান্ত কি না দেখে নিন

এক্সক্লুসিভ ডেস্ক: বিশ্বজুড়ে যে ক্যান্সারে বেশিরভাগ পুরুষের মৃত্যু হয় তা হল প্রসটেট ক্যান্সার। ১০ জন পুরুষ ক্যান্সার রোগীর মধ্যে ৬ জনই প্রসটেটের রোগী। ভারতে সেই সংখ্যাটা আরও ভয়ঙ্কর। প্রতি ৩ জন রোগীর মধ্যে ২ জনই এই রোগের শিকার।

অ্যামেরিকান ক্যান্সার সোসাইটি সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছে, এই ক্যান্সার চিকিত্‍সার মাধ্যমের সারিয়ে তোলা সম্ভব। তবে, তা শুরুতেই ধরা পড়া আবশ্যক। রিপোর্টে আরও বলা হয়েছে, এই রোগের প্রকোপ সাধারণ ভাবে ৬০ বা তার বেশী বয়সী পুরুষদের মধ্যে দেখা যায়। সাধারণ ভাবে প্রসটেটের একটি গ্ল্যান্ড ফুলে যাওয়ার ফলেই এই ক্যান্সারের প্রকোপ দেখা দেয়। আর তাতেই ভুগতে হয় একজন পুরুষকে। তবে, এই সমস্যা সাধারণ ভাবে কোনও মহিলার মধ্যে দেথা যায় না।

রিপোর্টে আরও বলা হয়েছে সাধারণ ভাবে কী দেখে বুঝবেন এই সমস্যা রয়েছে আপনার-

১) ঘণ ঘণ প্রস্যাবের বেগ
২) রাতে সেই বেগ আরও বেড়ে যাওয়া
৩) প্রস্যাবের সময় ব্যাথা অনুভব করা
৪) যৌন সংগমের সময় রক্তক্ষরণ
৫) শরীরের বিভিন্ন হাড়ে ব্যাথা অনুভব করা

এই সমস্যাগুলি দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিত্‍সকের সঙ্গে কথা বলার জন্যে পরামর্শ দেওয়া হয়েছে ওই রিপোর্টে।

তবে, এই সমস্যাগুলি দেখা দিলে আপনার খাদ্যাভাস কিছু পরবর্তন আনার কথা হলা হয়েছে।

সাধারণভাবে পরিমিত, কিন্তু সাস্থ্যসম্মত খাওয়ার খাবার কথাই বলা হয়েছে সেখানে। ফ্যাট জাতীয় খাবার খাওয়া এড়িয়ে যেতে হবে। সেই সঙ্গে চিকিত্‍সকের সঙ্গেও পরামর্শ করতে হবে।-জিনিউজ
১৬ সেপ্টেম্ববর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে