শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০২:১২:৩৬

ঝড়ের দাপটে চীনের রাস্তায় গড়াচ্ছে দৈত্যাকার ‘চাঁদ’, সবার চক্ষু চড়কগাছ!

ঝড়ের দাপটে চীনের রাস্তায় গড়াচ্ছে দৈত্যাকার ‘চাঁদ’, সবার চক্ষু চড়কগাছ!

এক্সক্লুসিভ ডেস্ক: রাস্তায় নেমে এসেছে দৈত্যাকার ‘চাঁদ’! গড়িয়ে যাচ্ছে, মাড়িয়ে যাচ্ছে গাড়ি-ঘোড়া-মানুষকে। সবার চক্ষু চড়কগাছ! চাঁদের হাত থেকে বাঁচতে কে কী করবেন খুঁজে পাচ্ছেন না। আসলে, চীনের মধ্য-শরতের বিশেষ উত্সবে বিপত্তি বাধিয়েছে টাইফুন মেরান্তি। হাওয়ার দাপটে রাস্তায় নেমে এসেছে চাঁদের আদলে তৈরি অতিকায় বেলুন। বুধবার দক্ষিণ চিনের ফুজিয়ান এলাকার রাস্তায় নেমে আসে বেলুনটি। প্রতিবারের মতো এবারো ১৫ সেপ্টেম্বর চীনে পালিত হচ্ছে মধ্য-শরতের বিশেষ চাঁদ উৎব। সেই উপলক্ষ্যেই তৈরি করা হয়েছিল বিশালাকার চাঁদ। হাওয়ার দাপটে রাস্তায় গড়িয়ে এসে বিপত্তি বাধানোয় উৎসব চাঁদ চিন্তায় ফেলেছে চীনের ফুজিয়ান এলাকার মানুষকে।-এবিপি আনন্দ
১৬ সেপ্টেম্ববর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে