শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫৬:৪৭

বাম হাতে ভুলেও ফোন ধরবেন না, কেন জানেন?

বাম হাতে ভুলেও ফোন ধরবেন না, কেন জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : ফোনে কথা বলার ক্ষেত্রে অনেক সময় কথা শুনতে অসুবিধা হয়।  অন্য পক্ষের কথা কেটে কেটে আসে।  কিংবা যাকে ফোন করছেন তিনি আপনার কথা ঠিকমতো শুনতে পান না।  

সহজ সমাধান- এক হাত থেকে অন্য হাতে নিয়ে নিন আপনার ফোন।  ডেনমার্কের আলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন, ডান নাকি বাম- কোন হাতে ফোন ধরা হচ্ছে, তার ওপর অনেকখানি নির্ভর করে ফোনের রিসেপশন।

গবেষকদলের প্রধান অধ্যাপক গার্ট ফ্রোল্যান্ডের দাবি, যখন কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, তখন আপনার কথা তিনি কতটা স্পষ্টভাবে শুনতে পাবেন, কিংবা আপনি তার কথা কতটা স্পষ্টভাবে শুনতে পাবেন- তার সবটাই নির্ভর করে ফোনের ভেতর থাকা অ্যান্টেনার ওপর।

‌‘এই অ্যান্টেনা কতটা ভালোভাবে কাজ করবে তা নির্ভর করে ফোনের সঙ্গে আপনার মাথা ও হাতের অবস্থানের ওপর।’

গার্ট এবং তার সহযোগী গবেষকদের বক্তব্যের বরাত দিয়ে এবেলা জানিয়েছে, ফোনে কথা বলার সময়ে সর্বদা ডান হাতে ফোন ধরুন। কারণ সমীক্ষায় দেখা গেছে, কোনো ফোন যদি ডান হাতে ধরা হয়, তাহলে বাঁ হাতে ফোন ধরার তুলনায় অন্তত ২০ গুণ ভালো রিসেপশন মেলে।  

ফলে এবার থেকে ফোন করার সময় ভুলেও বাঁ হাতে ফোন ধরবেন না। সবসময়ে ডান হাতে ফোন ধরে কথা বলুন।

খারাপ রিসেপশনের সমস্যা থেকে বাঁচতে আরো কয়েকটি কৌশল কাজে লাগাতে পারেন।  যেমন-

১. ফোনে টাওয়ার না পেলে, একবার এয়ারপ্লেন মোডটা চালু করে আবার অফ করে দিন।  দেখবেন, পুরো টাওয়ার পাওয়া যাচ্ছে।

২. ইয়ারফোন বা হেডফোনে কথা বলুন। এই কৌশলে অনেক সময়েই ফোনের রিসেপশন ভালো হয়ে যায়।

৩. যদি ওয়াই ফাই সংযোগের সুবিধা থাকে তাহলে ইন্টারনেট কল করার সময়ে অবশ্যই ওয়াই ফাই ব্যবহার করুন।
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে