শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ১১:১০:৫৪

বয়স ৭৭ কিন্তু আঙুলের নখটি ৩০ ফুট লম্বা!

বয়স ৭৭ কিন্তু আঙুলের নখটি ৩০ ফুট লম্বা!

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স তার ৭৭, সর্বশেষ নখ কেটেছিলেন ১৯৫২ সালে।  ফলে তার নখ বাড়তে বাড়তে এখন হয়েছে প্রায় ৩৫৮.৯ ইঞ্চি বা প্রায় ৩০ ফুট লম্বা।  বিশ্বাস হচ্ছে না, তাই না? তবে হ্যাঁ, ঘটনাটি কিন্তু সত্যি।

ভারতের পুনের বাসিন্দা শ্রীদার চিল্লাল।  তার হাতের নখটি গিনেজ রেকর্ডবুকে করে নিয়েছে।  চিল্লাল তার এক হাতের নখ না কেটে কাটিয়ে দিয়েছেন অর্ধ শতাব্দীরও বেশি সময়।  ফলে নখ বাড়তে বাড়তে এখন প্রায় ৩৫৮.৯ ইঞ্চি বা প্রায় ৩০ ফুট লম্বা হয়েছে।

শুধুমাত্র তার বাম হাতের কড়ে আঙুলের নখটিরই দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ মিটার। পৃথিবীর সবচেয়ে বড় নখের অধিকারী তিনি।  

চিল্লার বলেন, আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, একদিন আমার এক শিক্ষক সবাইকে খুব মেরেছিলেন।  আমার এক বন্ধু দুষ্টুমি করতে গিয়ে ওই শিক্ষকের নখ ভেঙে ফেলেছিল।  ওই শিক্ষকের হাতেও ছিল লম্বা নখ।

তিনি বলেন, পরে আমরা একদিন স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, নখ ভাঙায় সেদিন তিনি কেন আমাদের এত মেরেছিলেন।  জবাবে তিনি আমাদের বলেছিলেন, তোমরা বিষয়টি বুঝবো না।  তাছাড়া তোমরা কখনো এত লম্বা নখ রাখতে পারবে না।

এরপরই তার চ্যালেঞ্জটি গ্রহণ করে আমি।  নিজে নখ রাখা শুরু করি।  আস্তে আস্তে বড় হতে থাকে নখ।  এখন আমার নখটিই বিশ্বের সবচে’ বড় নখ।  সূত্র : ডেইলি মেইল
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে