শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:২১:৪৮

এই শিশুটি বিনা খরচে বিশ্বের যে কোনো প্রান্তে আজীবন বিমান ভ্রমন করতে পারবে!

এই শিশুটি বিনা খরচে বিশ্বের যে কোনো প্রান্তে আজীবন বিমান ভ্রমন করতে পারবে!

এক্সক্লুসিভ ডেস্ক : মাঝ আকাশে প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করলেন এক মহিলা। বিমানে সবাই তখন আতঙ্কিত। বিমান সেবিকারা তাদের উপস্থিত বুদ্ধির পরিচয় দিলেন। বিমানের মধ্যেই তৈরি হলো লেবার রুম। তারপর বিমানসেবিকা, ক্রু ও সহযাত্রীদের তত্‍পরতায় মাঝ আকাশে বিমানের মধ্যেই জন্ম নেয় এক শিশু বালক। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

লিবিয়ার রাজধানী থেকে নিজারের নিয়ামেইয়ে বিমানে যাওয়ার পথে ঘটে এমনই ঘটনা। লিবিয়ার প্রথমসারির বিমানসংস্থা 'বুরাক এয়ার'-এ এমনই ঘটনা ঘটে। বিমানের পাইলটের নামে শিশুটির নাম রাখা হয়। ওর নাম রাখা হলো আব্দুল বাসেত। বিমানের মধ্যে জন্ম নেয়া এই নবজাতকের ছবি পোস্ট করা হয় 'বুরাক এয়ার'-এ ফেসবুক পেজে। সঙ্গে এই 'বুরাক এয়ার'-এর পক্ষ থেকে জানানো হয় আজীবন এই নবজাতক বিশ্বের যেকোনো স্থানে বিনা খরচে বিমানে যাতায়াত করতে পারবে।

উত্তর আফ্রিকা, ইউরোপ, মধ্য এশিয়ায় চলে এই সংস্থার বিমান। ২০১১ সাল থেকে গৃহযুদ্ধের কারণে ইজিপ্ট, মরক্কো, সিরিয়া, বসনিয়া, হার্জেগোনিভাতে লিবিয়ার বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল।  

এই কয়েক মাস বিমানের মধ্যে আকাশে জন্ম নেয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে।
১৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে