এক্সক্লুসিভ ডেস্ক : গবেষকরা বলছেন এই বড়শির বয়স ২৩ হাজার বছর! তার মানে অতদিন আগেও মাছ ধরতে এই বড়শি ব্যবহার হত৷ দুটি প্রাচীনতম বড়শি পাওয়া গেছে জাপানের ওকিনাওয়া দ্বীপের গুহায়। মার্কিন গবেষণামূলক পত্রিকা প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাম্প্রতিক ইস্যুতে একটি প্রবন্ধ প্রকাশ করেছে৷ তাতে লেখা হয়েছে, জাপানে মিলেছে বিশ্বের সবথেকে প্রাচীন দুটি বড়সি৷ প্রায় ২৩ হাজার বছর আগে এই বড়শি দিয়ে মজায় মাছ ধরতেন ওকিনাওয়ার মৎস্য শিকারীর দল৷
গবেষকরা জানিয়েছেন, সামুদ্রিক শামুক কেটে এই বড়শিগুলো তৈরি করা হয়েছে। এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে মিলছিল দুটি প্রচীন বড়শি৷ এদের বয়স অন্তত ১৬ হাজার বছর৷ আর পাপুয়া নিউগিনিতে যে বড়শি মিলেছে তা ১৮ হাজার বছরের পুরনো। এদের থেকেও ওকিনাওয়ার বড়শি ৫-৭ হাজার বছরের পুরোনো৷
গবেষণা রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৩০ হাজার বছর আগে ওকিনাওয়ায় মানুষের বসবাস শুরু হয়েছিল৷ বড়শিতে মাছ ধরার বিষয়টি আদিম মানুষ কীভাবে শেখে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়৷ জানিয়েছেন গবেষকরা৷-কলকাতা২৪
১৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই