দিনাজপুর : সাধারণত ৪ বিশিষ্ট বাছুর জন্ম নেয়। বিরলে ৫ পা বিশিষ্ট বাছুর জন্ম নেয়ায় একনজর দেখতে উৎসুক মানুষের ঢল নেমেছে।
গত শনিবার দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউপি'র ছোট বৈদ্যানাথপুর গ্রামের অক্ষয় চন্দ্র রায়ের পালিত গাভী ৫ পা বিশিস্ট একটি বাছুরের জন্ম দেয়।
গাভীর মালিক অক্ষয় জানান, একটি পা পেছনে হওয়ার কারণে বাছুরটির মলদ্বার ছিল না। প্রাণিসম্পদ অফিসের লোক এসে সেটার চিকিৎসা দিয়েছে।
বাছুরটি এখন মোটামুটি ভালো আছে বলে জানান তিনি। বাছুরটি দেখতে মানুষের ঢল নেমেছে।
১৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম