সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২৬:৪১

এই পদ্ধতিতে রান্না করে ভাত খেলে বাড়বে না ওজন!

এই পদ্ধতিতে রান্না করে ভাত খেলে বাড়বে না ওজন!

এক্সক্লুসিভ ডেস্ক : আমরা জানি ভাত খেলে আমাদের ওজন বৃদ্ধি হয়, কিন্তু সেটা যদি সঠিক উপায়ে তৈরি করা যায় তাহলে ওজন বাড়ে না এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার এক গবেষক৷

সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, ভাতের যে মাড় থাকে সেটি চিনির মতো ক্যালোরি বহন করে, যেটা ওজন বৃদ্ধি করে৷ তাই যারা তাদের ওজন নিয়ে সচেতন তারা এই ভাত যতটা পারেন এড়িয়ে চলুন৷ কিন্তু সঠিক উপায়ে ভাত রান্না করলে ৫০ শতাংশ ক্যালোরিই চলে যায় বলেই জানিয়েছেন শ্রীলঙ্কার এই গবেষক।

তিনি জানিয়েছেন, প্রথমে ভাত রান্না করার পাত্রে পানি দিতে হবে, তারপর চাল দেয়ার আগে নারকেল তেল হাঁড়িতে দিতে হবে৷ যেমন উদাহরণ হিসেবে বলা যায়, হাফ কাপ চালের জন্য এক চামচ নারকেল তেল দিতে হবে৷ তারপর যখন ভাতটা হয়ে যাবে তখন ভাতটা নামিয়ে ১২ ঘন্টা রেফ্রিজারেটারে রেখে দিতে হবে৷ ১২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে মাইক্রোওয়েভে গরম করে খাবেন৷ তাহলেই দেখবেন ফল পাচ্ছেন হাতে-নাতে৷

শুধুমাত্র বাংলাদেশেই নয় সাদা ভাতের জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বেই৷ তার একমাত্র কারণ হলো এটি সব ধরনের খাবারের সঙ্গেই যায়৷ যেমন, কোনো কারি থেকে শুরু করে ফ্রাই বা মাছ, মাংস সবকিছুই এই পদ্ধতিতে রান্না করা যায়৷ কারণ এটা খুব সস্তা একটি শস্য তাই সবার কাছে খুবই গ্রহণযোগ্য একটি খাবার৷
১৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে