বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪৪:০৬

চমকপ্রদ! ১৮ মাসের আদভিকা চেনে ২৬টি দেশের মুদ্রা এবং বিশ্বের সপ্তম দর্শনীয় স্থান

চমকপ্রদ! ১৮ মাসের আদভিকা চেনে ২৬টি দেশের মুদ্রা এবং বিশ্বের সপ্তম দর্শনীয় স্থান

এক্সক্লুসিভ ডেস্ক: ১৮ মাসের আদভিকা বালে, এরমধ্যেই চেনে ২৬টি দেশের মুদ্রা। এছাড়াও সে বিশ্বের সপ্তম আশ্চর্যও চিহ্নিত করতে পারে। এখানেই চমকের শেষ নয়, ছোট্ট আদভিকা জানে বিশ্বের সমস্ত দেশের নাম। অবলীলায় পশুদের নাম ইংরেজি থেকে মারাঠিতে অনুবাদ করতে পারে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, কোনও প্রাপ্ত বয়স্কর পক্ষেও এত সবকিছু একসঙ্গে মনে রাখা সম্ভব নয়। অথচ আদভিকা এই সবকিছু একদিনে খেলতে খেলতে শিখে ফেলেছে।

আশাবরী বালে, একরত্তি আদভিকার মা প্রথমে বিশ্বাসই করতে পারেননি, যখন দেখেন তাঁর মেয়ে গতমাস থেকে কথা বলা শুরু করেছে। শুধু তাই নয়, আদভিকার যখন ছমাস বয়স, তাঁর মা যা পড়ে শুনিয়েছেন, সবই মনে রেখেছে আদভিকা।

আদভিকা যখন হামা দিতে শেখে, তখনই তার মা তাকে ফল, পশু, ইংরেজি শব্দ চেনাতে থাকে। আট মাসের আদভিকাকে তার মা বিভিন্ন দেশের মুদ্রা, দেশের নাম, বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থান চেনাতে থাকেন। মাত্র দশ মাস বয়সে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গও চিনে ফেলে আদভিকা।

এই একরত্তি মেয়ে এখন শুধু বই নিয়ে খেলতে ভালবাসে। আর জ্ঞানের সমুদ্রে ভাসতে ভালবাসে, বলছে তার বাবা-মা।-এবিপি আনন্দ

২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/জাহিদ/জেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে