বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১৬:০৪

প্রাথমিক বিদ্যালয়ে ১৪ ফুটের অজগর, গিলে খেল আস্ত ছাগল, আতঙ্কিত শিক্ষার্থীরা

প্রাথমিক বিদ্যালয়ে ১৪ ফুটের অজগর, গিলে খেল আস্ত ছাগল, আতঙ্কিত শিক্ষার্থীরা

এক্সক্লুসিভ ডেস্ক : বিশাল এক অজগর নিয়ে চাঞ্চল্য ছড়াল ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। লম্বায় প্রায় ১৪ ফুট। চওড়া দেড় ফুট। ওজন ৫০ কিলোগ্রাম। বিশালাকায় অজগরটি চুপিচুপি এসে পড়েছিল রাজগঞ্জের ধুপেরহাট প্রাইমারি প্রাইমারি স্কুলে। আস্ত ছাগল খেয়ে নিশ্চিন্তে নিদ্রা গিয়েছিল সে। তাকে দেখেই হুলুস্থুলু বাঁধে স্কুলে। খবর যায় বন দফতরে।

বনকর্মীরা এসে দেখেন সুখে দিবানিদ্রায় মগ্ন অজগর। এর পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সংলগ্ন বনাঞ্চলে। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান স্কুলের প্রাথমিকের ছাত্র ছাত্রীদের আস্ত গিলে ফেলার ক্ষমতা ছিল সাপটির। নিরাপদে তাকে বনে পাঠানো হয়েছে। -এবেলা।
২১সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে