বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৫৪:৪৪

বয়স ১৬, কিন্তু এখনো শিশু সেলিনা!

বয়স ১৬, কিন্তু এখনো শিশু সেলিনা!

সিলেট : বয়স ১৬, কিন্তু এখনো চার বছরের শিশু!  ২০০০ সালের ১২ ফেব্রুয়ারি জন্ম তার।  ২ বছর বয়সে কথা বলতে, উঠে দাঁড়াতে না পারায় চিন্তায় পড়েন তার বাবা-মা।  

এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যান মা-বাবা। কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি হয়নি।  অভাব অনটনের সংসারে একবার ডাক্তারের কাছে গেলেও আর যাওয়া হয়নি।

মৌলভীবাজারের বড়লেখার দরিদ্র পরিবারের সন্তান সেলিনা বেগম।  বয়সে ষোড়শী হলেও আচরণে এখনো চার বছরের শিশু সে।  পারিবারিক দারিদ্র্যতার কষাঘাতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত সেলিনা।

অজানা রোগে শিশু বয়সে আটকে আছে তার ১৬ বছরের স্বর্ণোজ্জল জীবন।  তার চাওয়া, হাসি ও অঙ্গভঙ্গি সবই শিশুর মতো।  বাক্-প্রতিবন্ধী শিশুটি অপরিচিত কাউকে দেখলেই হাসতে থাকে।

সেলিনা বেগম বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের হিনাইনগর গ্রামের মৃত রকিব আলীর কনিষ্ঠ কন্যা।
সেলিনার পরিবার সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১২ ফেব্রুয়ারি তার জন্ম।  ২ বছর বয়সেও সে কথা বলতে ও উঠে দাঁড়াতে না পারায় চিন্তায় পড়েন বাবা-মা।  এরপর একবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যান বাবা-মা।  কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি হয়নি তার।

এর মধ্যে তিন বছর আগে বাবা রকিব আলী মারা গেলে অসহায় হয়ে পড়ে সেলিনার পরিবার।  ইচ্ছা থাকলেও অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারেননি মা আছিয়া বেগম।

২০১৩ সালে সেলিনাকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হিসেবে নিবন্ধন করে সমাজসেবা কার্যালয়। এখন সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে।  রকিব আলী ও আছিয়া বেগমের ৩ ছেলে ও ৬ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সেলিনা।

সেলিনার মা আছিয়া বেগম জানান, বড়ছেলে বিয়ে করে পৃথক।  ৫ মেয়েকে বিয়ে দিয়েছেন।  ছোট ২ ছেলে পড়ালেখা বাদ দিয়ে পেটের দায়ে কাজে নেমেছে।  সেলিনার ১ বছরের বড়ভাই সাহেদ আহমদের গত বছর বাইপাস অপারেশন হয়েছে।  এত সমস্যার মাঝে সেলিনার আর চিকিৎসা করানো সম্ভব হয়নি।

শারীরিকভাবে একা চলতে অক্ষম সেলিনার ভবিষ্যৎ নিয়ে মহাচিন্তায় মা আছিয়া।  মা আশাবাদী- সঠিক চিকিৎসা করাতে পারলে হয়তো সুস্থ স্বাভাবিক হয়ে ওঠতে পারে সেলিনা।  মেয়েটির চিকিৎসা ও সাহায়্যের জন্য তিনি সরকারসহ বিভিন্ন মহলের সহযোগিতা চেয়েছেন।

ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, সেলিনা একজন অটিস্টিক বেবি।  প্রতিবন্ধী ভাতা পাচ্ছে সে।  ওর উন্নত চিকিৎসা প্রয়োজন।  এ জন্য বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা দরকার।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে