এক্সক্লুসিভ ডেস্ক : সৃষ্টির কি সৃষ্টি রহস্য, জন্ম নিল দুই মাথা ওয়ালা বাছুর। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া বাছুরটি এখনো জীবিত আছে, যা বিস্মিত করেছে প্রাণী বিভাগকে।
এ খবর দিয়েছে এনডিটিভি।
ডব্লিউডিআরবি-টিভিকে বাছুরটির মালিক স্ট্যান ম্যাককাবিন বলেন, শুক্রবার বাছুরটি জন্মানোর সময় মনে হয়েছিল যমজ বাছুর জন্ম নিচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় দুই মাথা নিয়ে জন্ম নেয়া এক বাছর। এটা সম্পূর্ণ ভিন্ন এক বিষয়।
নারী এই বাছুরটির দুটি নাক, দুটি মুখ এবং চারটি চোখ নিয়ে জন্ম নেয়া। এর মধ্যে দুটি চোখ কাজ করছে না। বাছুরটি হাঁটতে পারছে।
ম্যাককাবিন জানান, বাছুরটি নির্দিষ্ট একটি স্থানে চক্কর কাটতে থাকে এবং এক সময় পড়ে যায়। এ ধরনের ত্রুটি নিয়ে জন্মানো সব প্রাণী অসুস্থ ও দুর্বল হয়ে থাকে। কিন্তু এই বাছুরটি সুস্থ এবং স্বাভাবিকভাবে খাবারও গ্রহণ করছে।
ম্যাককাবিনের স্ত্রী ব্রান্ডি জানান, তার ৫ বছরের মেয়ে বাছুরটির নাম দিয়েছে 'লাকি'। কারণ বাছুরটি আসলেই ভাগ্যের জোরে বেঁচে আছে।
২২সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম