বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪৬:৩১

ব্যবসায়িক সাফল্যের শিক্ষা নিন এই নয় বছরের শিশু থেকে!

ব্যবসায়িক সাফল্যের শিক্ষা নিন এই নয় বছরের শিশু থেকে!

এক্সক্লুসিভ ডেস্ক : ছোট বয়সের প্রতিভার কথা আমরা অনেকেই শুনেছি এবং দেখেছিও তবে বিশ্বস্তরে খ্যাতি অর্জন করার মতো প্রতিভা বোধহয় খুব কমজনকেই দেখেছি৷ যে বয়সে একটা শিশু বাড়িতে থাকলে কার্টুন দেখে তখন এই শিশু নিজের লক্ষ্য বাস্তবায়নের স্বপ্ন পূরণে মশগুল৷ এই প্রতিভাবান শিশু এইবছর কমনওয়েথ গেমসে দাবা খেলে ভারতকে সোনা এনে দিয়েছে৷

জিনিয়াস এই বালকটির বয়স মাত্র নয়৷ এই বয়সেই সে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে৷ তার নাম দেব শাহ৷ কিছুদিন আগে দেব বেঙ্গালুরুতে একটি প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্মে বক্তব্য রাখতে গিয়ে বলে, আজকালকের যুগে দাবা (চেস) সমাজের মানুষের জন্য খুবই সাহায্যকারী একটি গেম৷ এটা ফেললে মানুষের গুনের অনেক বিকাশ হয়, বিশেষ করে কর্পোরেট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে চেস খুবই উপকারী৷

যখন দেব এর তিন বছর বয়স তখন সে তার বড় বোনের চেস টুর্নামেন্টে তার সঙ্গে যেত৷ এই বয়সে সব শিশুরাই যেমন হয়ে থাকে তার বড় ভাই বা বোন অথবা তার সমবয়সী ভাইয়েরা যেটা করে থাকে সেটাকে নকল করে থাকে৷ সব কিছুই যেন তখন তাদের মতো করে করতে ইচ্ছে জাগে দেবও সেইরকমই ছিল৷

দেব এর মা ও বোন তাকে চেস খেলা শেখাতো, প্রথম প্রথম সে ভিডিও গেমের মতো করেই খেলার ছলে চেস খেলতো তারপর কীভাবে যেন সে চেস এর প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠলো সে সেটা নিজেই বোঝেনি৷ তারপর যখন সে আস্তে আস্তে বড় হয়ে ওঠলো তখন চেস তার জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠলো৷ তারপর যখন দেব বুঝতে শুরু করলো তখন সে চেস খেলার বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে শুরু করলো৷ এমনকি মেধাবী চেস খেলোয়ারদের সঙ্গেও খেলতে শুরু করলো৷

দেব বলে, স্পিচ হচ্ছে পাওয়ার তাই সেটা খুবই গুরুত্বপূর্ণ কর্পোরেট ওয়ার্ডের জন্য৷ এই ওয়ার্ডে সকলতা পেতে হলে কথোপকথনে স্পষ্ট হওয়া খুবই জরুরী৷ সে আরো বলে ম্যানজাররা কোম্পানীতে কিছুই সেইভাবে করে না উপদেশ দেয়া ছাড়া, কোম্পানীন তার লাভ পায় প্রধানত কর্মীদের থেকে৷

কর্মীদের যোগদানকারী কার্যকলাপ বাড়াতে হবে, বিভিন্নরকমের সার্ভে বাড়াতে হবে৷ তাহলেই কোম্পানীতে কাজের পরিবেশ উন্নত হবে৷ কর্মীরাও তাদের কাজে আগ্রহ পাবে৷ এইভাবে কর্মীদের কাজে অনুপ্রাণিত করা যাবে৷-করকাতা২৪
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে