এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে পেট্রলের দাম পানির চেয়েও সস্তা। বিশ্বের এমন পাঁচটি দেশে পেট্রলের দাম কত তা জানলে অবাক হয়ে যাবেন।
বাংলাদেশে কোনো এক কোম্পানির ১ লিটার পানির বোতলের দাম ২০ টাকা। আর কুয়েতে পেট্রলের দাম প্রতিলিটার মাত্র ১৪ টাকা।
সৌদি আরবে পেট্রলের দাম পানির দামের চেয়েও সস্তা। পেট্রলের দাম লিটারে ১৬ টাকা। তুর্কেমেনিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ১৯ টাকা।
আলজেরিয়ায় পেট্রলের দাম প্রতি লিটারে ১৯ টাকা।
কাতারে পেট্রলের দাম প্রতি লিটার ২৪ টাকা।
২২সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম