বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:০৪:৩৮

এবার বাস্তবে গাড়ি হবে রোবট!

এবার বাস্তবে গাড়ি হবে রোবট!

এক্সক্লুসিভ ডেস্ক : হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ট্রান্সফর্মার’ এর কথা হয়ত অনেকের জানা। সিনেমাটিতে দেখানো হয়েছিল বিএমডব্লিউ সহ আরো বিভিন্ন গাড়ি চলতে চলতে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে দৈত্যকার রোবটের রূপ নেয়। এটা এতদিন পর্যন্ত সিনেমার পর্দায় সম্ভব হলেও। তা বাস্তবে কল্পনাতীত ছিল। কিন্তু এবার এই অসম্ভবকে বাস্তবে নিয়ে আসলো তুরস্কের গাড়ি সংস্থা লেটভিশন। গাড়িটির নাম রাখা হয়েছে লেট্রন্স।

ট্রান্সফর্মারের মতো এই রোবট গাড়ি অবশ্য দৌড়াবে না। যুদ্ধও করবে না। কিন্তু সম্পূর্ণ রিমোটকন্ট্রোল-এ চালিত এই গাড়ির অংশগুলো ওলোটপালোট হয়ে রোবটের আকার নিতে পারবে। বিজমাত, আরগন, ওলফ্রাম, তন্তল— গাড়িটির এই চার ধরনের মডেল তৈরি করেছে সংস্থাটি। লেটভিশনের এই পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে ইনটেল, মাইক্রোসফ্টের মতো সংস্থাও।-কলকাতা২৪
২২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে