এক্সক্লুসিভ ডেস্ক : ভারতীয় দম্পতিকে ১৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে চলেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম এএনজেড ব্যাংক। বুরেফ ফার্টিলাইজারে নিজেদের শেয়ার বিক্রির সময় রিসিভার হিসেবে ছিল এএনজেড ব্যাংক।
পঙ্কজ এবং রাধিকা অসওয়াল অভিযোগ করেছিলেন রিসিভার তাদের শেয়ার বিক্রির পর ৫৮ কোটি ডলার কম দিয়েছে। এরপরই আদালতে সওয়াল জবাব চলে। সেখানে চুক্তির খুঁটিনাটি বেরিয়ে আসতে পারে। তাই এএনজেড–এর পক্ষ থেকে মিটমাটের জন্য এই বিরাট অংকের প্রস্তাব দেয়া হয়।
ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ‘তারা মিটমাটের অংকে খুশি। কিন্তু ওসওয়ালরা চুক্তির খুঁটিনাটি প্রকাশ করতে পারবেন না।’ তবে আদালতে ওসওয়ালদের তোলা একাধিক অভিযোগে আপত্তি জানিয়েছেন এএনজেড-এর মুখপাত্র। তবে শেয়ার হোল্ডারদের কাছে ভুল বার্তা যাবে তাই মুখ বন্ধ রাখার শর্তে এই অংকের প্রস্তাব দেয়া হয়েছে। আজকাল
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি