শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৭:৩৮

ভিসা ছাড়াই ১৫৮ দেশ ভ্রমণের সুযোগ!

ভিসা ছাড়াই ১৫৮ দেশ ভ্রমণের সুযোগ!

এক্সক্লুসিভ ডেস্ক : সুইডেন কিংবা জার্মানির নাগরিকত্ব থাকলে আপনার দখলে থাকবে বিশ্বের সেরা ক্ষমতাধর পাসপোর্ট। কারণ এ দেশ দুটির নাগরিকরা ভিসা ছাড়াই ১৫৮টি দেশ ভ্রমণ করতে পারেন। ফলে এই দুই দেশের নাগরিকদের ভ্রমণ ব্যয় অন্য যেকোনো দেশের নাগরিকদের চেয়েও অনেক কম এবং তাদের তুলনামূলকভাবেই কম ঝামেলায় পড়তে হয়।

বিশেষ করে আপনি যদি সিরিয়া কিংবা সোমালিয়ার কথা চিন্তা করেন। এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়া মাত্র ৩১টি দেশ ভ্রমণ করতে পারেন। ১৯৩টি দেশের উপর বৈশ্বিক আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান অর্টন ক্যাপিটালের করা জরিপে এই তথ্য উঠে এসেছে।

সুইডেন ও জার্মানির সরকার সবচেয়ে বেশি অন্যদেশগুলোর সাথে ভিসামুক্ত ভ্রমণের ব্যাপারে চুক্তি করেছে। এই কারণে এ দুটি দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি ক্ষমতাধর। তালিকায় ১৪ নম্বরে থাকা আমেরিকার নাগরিকরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে ১৫৫টি দেশ। -বিজনেস ইনসাইডার
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে