শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:০৪:৫৯

খাবার নয়, অর্থ নয়, চাই একটা বৌ!

খাবার নয়, অর্থ নয়, চাই একটা বৌ!

এক্সক্লুসিভ ডেস্ক: খাবার নয়, অর্থ নয়, চাই একটা বৌ৷ দাবি বলতে এই একটাই৷ হ্যাঁ, রমেশ প্যাটেলের মতোই লাখ লাখ অবিবাহিত চাষি-যুবকদের এখন মাথায় হাত৷ তাঁদের কথা শুনলে প্রথমেই যেন মনে পড়ে যায়, বহু বিতর্কিত-চর্চিত মাত্রুভূমি ছবির কথা৷

গুজরাটের প্রত্যন্ত গ্রামগুলিতে মেয়ের সংখ্যা হাতে গোনা৷ বিয়ে করে মেয়েরা একেবারেই আসতে চান না এইসব গ্রামগুলিতে৷ আর ছেলে-মেয়ের অনুপাতের পার্থক্য এতটাই, যা অবাক করবে আপনাকেও৷ প্রতি দু’জন মেয়ে পিছু অবিবাহিত পুরুষের সংখ্যা সাতজন৷ সার্বিকভাবে গুজরাটের এই ছবিটিই উঠে আসে৷-কলকাতা২৪
২৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে