শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:২৭:৩৬

জেনে নিন, মেথির পাঁচ উপকারিতা

জেনে নিন, মেথির পাঁচ উপকারিতা

এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের সবার বাড়িরই রান্নাঘরে প্রায় সবসময়ই থাকে মেথি। রান্নার অনেককাজেই লাগে। পাঁচফোড়নও তো মেথি ছাড়া সম্পূর্ণ হয় না! কিন্তু যে মেথি আমাদের এত কাজে লাগে, সেই মেথির উপকারিতা আপনি জানেন কী? অনেকেই কিন্তু জানে না। আপনিও তাই এক ঝলকে দেখে নিন, মেথি আমাদের কত উপকারে লাগে।

১) মেথি আমাদের হৃদপিণ্ডকে ভালো লাগে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই হৃদপিণ্ডকেও যেমন ভালো রাখে, তেমনই আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকেও স্বাভাবিক রাখে।

২) মেথি আমাদের শরীরকে ঠাণ্ডা রাখে এবং পেটের ব্যথা কমিয়ে দেয়।

৩) মেথি কিন্তু আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে।

৪) মেথি শরীরের শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। মেথি খেলে সুগার অনেক কমবে।

৫) সবসময় হাতের কাছে যদি ডাবের পানি না পান কোনো অসুবিধা নেই। মেথি আপনার শরীরকে ঠাণ্ডা রাখবে।-জিনিউজ
২৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে