শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৪৪:১০

এবার যুদ্ধ সাইবার স্পেসে!

এবার যুদ্ধ সাইবার স্পেসে!

এক্সক্লুসিভ ডেস্ক : আবার যদি বিশ্বযুদ্ধ হয়, তবে সেটা হতে পারে সাইবার স্পেসে। অন্তত এমনটাই মনে করছেন অনলাইন বিশেষজ্ঞরা। এমনকি হতে পারে ডোমেইন নিয়ে নতুন কোন যুদ্ধ। আমেরিকার বেশিরভাগ সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করেন আসলেই ভবিষ্যৎ এর যুদ্ধ বন্দুক বা গুলিতে না হয়ে হবে সাইবার স্পেসে। এমনকি সাইবার স্পেসের ডাটা নিয়ে যুদ্ধ হতে পারে বলে মত দিচ্ছেন রাশিয়ার সামরিক বাহিনীর উচ্চ পদস্থরাও।

সে যুদ্ধ মাত্র একটি ডোমেনকে ব্যবহার করে লড়তে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান ড. পিটার সিঙ্গার। যিনি আমেরিকার থিংক ট্যাংক নিউ আমেরিকার একজন প্রতিনিধি এবং ‘গোস্ট ফ্লিট’ বইয়ের সহ-লেখক। গোস্ট ফ্লিট বইয়ের লেখক সিঙ্গার ও অগাস্ট কোল তাদের একটি গল্পে লিখেছেন, যদি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া পরস্পরের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে দেখা যাবে হ্যাকিং এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।-কলকাতা২৪
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে