এক্সক্লুসিভ ডেস্ক : আম্বানি থেকে নারায়ণ মুর্তি, ধনী ভারতীয়দের তালিকায় বেশ কয়েকটি চেনা নাম খুঁজে পাবেন আপনি। কিন্তু সেই তালিকায় মহিলার সংখ্যা নেহাতই হাতে গোনা। আর নিজের ক্ষমতায় বিলিওনেয়ারের তকমা অর্জনকারী মহিলা? জানা আছে কোনো নাম? জেনে নিন এবার। কিরণ মজুমদার শাহ। ভারতে একমাত্র নিজের ক্ষমতায় হওয়া মহিলা কোটিপতি।
ফোর্বস পত্রিকা প্রকাশ করেছে ২০১৬ সালের ভারতীয় কোটিপতিদের তালিকা। সেই তালিকায় শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার সম্পত্তির পরিমাণ ১,৫১ লক্ষ কোটি টাকা। প্রথম প্রজন্মেই ব্যবসা করে বিলিওনেয়ার এরকম বেশ কয়েকজনের নাম রয়েছে সেই তালিকায়। যেমন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমুর্তি, হীরার গয়নার ডিজাইনার নীরভ মোদির মতো অনেকেই। কিন্তু প্রথম প্রজন্মে বিলিয়ওনেয়ার মহিলা মাত্র একজনই কিরণ মজুমদার শাহ। নিজের ক্ষমতায় বিলিওনেয়ারের তকমা পাওয়া ভারতের প্রথম মহিলা।
বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োকন-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কিরণ ১৯৭৮-এ তার কোম্পানি বায়োকন প্রতিষ্ঠা করেন। তখন তার বয়স মাত্র ২৫। প্রাথমিক ভাবে পুঁজি ছিল মাত্র ১০ হাজার টাকা। বেঙ্গালুরুতে নিজের ভাড়া নেয়া ফ্ল্যাটের গ্যারাজে খোলেন প্রথম অফিস। আজকের দিনে কিরণের বায়োকন এশিয়ার মধ্যে ইনসুলিন তৈরি করার বৃহত্তম কোম্পানি।
কিন্তু ১.৩ বিলিয়ন জনসংখ্যার দেশে মাত্র একজন নিজের ক্ষমতায় বিলিয়ওনেয়ার মহিলা?-টাইমস অফ ইন্ডিয়া
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই