রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৯:৪৪

২০ টাকার জলের বোতল কেনার মাশুল দিতে হতে পারে ৫০০ টাকা

২০ টাকার জলের বোতল কেনার মাশুল দিতে হতে পারে ৫০০ টাকা

এক্সক্লুসিভ ডেস্ক: ভারতীয় রেলের পক্ষ থেকে জারি করা হল এমন এক নির্দেশিকা, যেখানে বলা হয়েছে— দেশের কোনো রেলওয়ে প্ল্যাটফর্মে যত্রতত্র ময়লা ফেললে এবার জরিমানা করা হতে পারে ৫০০ টাকা পর্যন্ত। আর দিতে না চাইলে হতে পারে আরো বড় বিপদও। খাবার কেনার পরে প্লাসিক বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা রোধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বেশ কয়েকদিন আগেই দেশের বড় বড় রেলওয়ে স্টেশনগুলিতে প্রতি ২০ মিটার দূরত্বে বসানো হয়েছে ডাস্টবিন। আর নিয়ম করে সেখানেই ফেলতে হবে ময়লা। আর এই কাজ ঠিকভাবে করা হচ্ছে কি না, তা দেখার জন্যই রেলওয়ে পুলিশের তরফ থেকে থাকছে বিশেষ নজরদারি ব্যবস্থা। অভ্যাসবশত বা ইচ্ছা করেও কেউ যদি আবর্জনা স্টেশনে ফেলেন, তা হলে তাঁর পকেট থেকে খসতে পারে কমপক্ষে ৫০০ টাকা। স্বচ্ছ ভারত ক্যাম্পেনের অঙ্গ হিসাবে একাধিক রেলওয়ে স্টেশনে কর্তব্যরত পুলিস ইতিমধ্যেই কয়েক হাজার টাকা সংগ্রহ করেছে।

তাই এই প্যাকেট, জলের বোতল ফেলার আগে দেখে নিন কোথায় ফেলছেন।-এবেলা
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে