সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৩০:২৭

অবাক কাণ্ড, বিশ্বের বৃহত্তম সাপের মৃতদেহ সরাতে লাগল বুলডোজার

অবাক কাণ্ড, বিশ্বের বৃহত্তম সাপের মৃতদেহ সরাতে লাগল বুলডোজার

এক্সক্লুসিভ ডেস্ক : শ্রমিকরা নির্মাণ কাজ করছিল। একসময় একটি বড় পাথর সরাতেই তাদের চোখ ছানাবড়া। পাথরের নিচে গোহায় এক বিশাল আকৃতির সাপ। পরে জানা গেল এটিই বিশ্বের সবচেয়ে বড় সাপ।

দৈর্ঘ্যে ৩৩ ফুট। ওজন কম করে ৪০০ কেজি। ব্রাজিলের গুহায় মানব সভ্যতার নজর এড়িয়ে নিশ্চিন্ত দিন কাটাচ্ছিল সেই দৈত্য। হ্যাঁ, এখনও পর্যন্ত পাওয়া এটাই হয়তো বিশ্বের বৃহত্তম সাপ। উত্তর ব্রাজিলে আমাজনের অববাহিকায় পারার একটি গুহায় সম্প্রতি অ্যানাকোন্ডাটি পাওয়া গিয়েছে।

কিছু নির্মাণ কর্মী পারার আলতামিরার একটি গুহায় সাপটিকে দেখতে পান। নির্মাণের জন্য একটি বিস্ফোরণ ঘটানোর জেরে সাপটির মৃত্যু হয়েছে বলে খবর। ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটিকে তুলতে একটি বুলডোজারের সাহায্য নিতে হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, ব্রাজিলে পাওয়া এই ৩৩ ফুটের অ্যানাকোন্ডাটিই এখনও পর্যন্ত পাওয়া বিশ্বের সর্ববৃহত্‍‌ সাপ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পাওয়া মেদুসা সাপ এখনও পর্যন্ত উদ্ধার হওয়া বৃহত্তম সাপ ছিল। মেদুসা দৈর্ঘ্যে ২৫ ফুট ২ ইঞ্চি। -ওয়েবসােইট।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে