সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১৮:৩০

রাতে বউ-এর সঙ্গে ‘ডেটিং’ করুন, কমবে ‘ডিভোর্স’-এর শঙ্কা

রাতে বউ-এর সঙ্গে ‘ডেটিং’ করুন, কমবে ‘ডিভোর্স’-এর শঙ্কা

এক্সক্লুসিভ ডেস্ক: সংসারের হাজারো ব্যস্ততা। কর্মক্ষেত্রে পেশাগত সমস্যা। নিটফল স্বামী-স্ত্রীর একে অন্যকে সময় দেওয়ার মতো অবকাশটুকুই নেই। বাচ্চা-কাচ্চা থাকলে তো হয়েই গেল। তাদের পিছনে সময় দিতে দিতে স্বামী-স্ত্রী-ও পরস্পরের অনুভূতিকে খেয়াল রাখার সময়ই পান না। অনেক ক্ষেত্রেই এই অতিব্যস্ততা বিবাহিত সম্পর্কে অকালে ফাটল ধরাচ্ছে শুধু নয়, সেইসঙ্গে ‘ডিভোর্স’-এর প্রবণতাও বাড়িয়ে দিচ্ছে।

কিন্তু, সম্প্রতি এক গবেষণায় প্রকাশ, স্বামী-স্ত্রী মাসে অন্তত একবার রাত্রিকালীন ‘ডেটিং’ করলে ‘ডিভোর্স’-এর প্রবণতা কমছে। এতে নাকি অন্তত ১৪ শতাংশ প্রায় ভেঙে যাওয়া বিয়ে টিকে গিয়েছে।

ক্যালিফোর্নিয়ার ‘ম্যারেজ ফাউন্ডেশন’-এর ডিরেক্টর হ্যারি বেনসন এবং ক্যান্টারবেরি-র ‘লিঙ্কন ইউনিভার্সিটি’-র ‘সোশ্যাল রিসার্চ’-এর অধ্যাপক স্টিফেন ম্যাকের নেতৃত্বে এই গবেষণা হয়। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ৯৯৬৯জন দম্পতির উপরে এই গবেষণা চলে। এরমধ্যে ১১ শতাংশকে সপ্তাহে একবার করে ‘ডেট নাইট’-এ পাঠানো হয়। ৩০ শতাংশ দম্পতিকে মাসে একবার করে ‘ডেট নাইট’-এ পাঠানো হয়। ২৩ শতাংশ দম্পতিকে অনিয়মিতভাবে একবার করে ‘ডেট নাইট’-এ পাঠানো হয়। আর ৩৬ শতাংশ দম্পতিকে কখনই ‘ডেট নাইট’-এ পাঠানো হয়নি।

দেখা যায় যাঁরা প্রত্যেক মাসেই নিয়মিত একদিন করে ‘ডেট নাইট’ করেছেন তাঁদের বিবাহিত জীবন সুখের এবং টিকে আছে। কিন্তু, বাকি যারা ‘ডেট নাইট’-এ গিয়েছেন বা যাননি, তাঁদের সম্পর্কের মধ্যে দূরত্ব কোনওভাবেই কমেনি।  

গবেষকদের মতে, স্বামী-স্ত্রী রাতে ‘ডেটে’ বেরোলে তাঁরা যাবতীয় ক্লান্তি থেকে সরে আসতে পারেন। রাত হওয়ায় শরীরের বায়োলজিক্যাল ক্লকের ব্যস্ততাও কমতে থাকে। মানসিকভাবে মানুষ অনেক হালকা থাকে। স্রেফ স্বামী-স্ত্রী একে অন্যের হাত ধরে ‘ডেট নাইট’-এ গেলে পরস্পরের উপরে ভাল করে মনোনিবেশ করতে পারেন। একে অন্যের অনুভূতিকে অনুভব করার সময় পান। ফলে, দু’জনের মধ্যে হারিয়ে যাওয়া মানসিক সম্পর্কটা আবার ফিরে আসে। যার জেরে অনেক তিক্ততা কেটে যায়।

‘ডেট নাইট’ মানে কোথায় যাবেন? সিনেমা হতে পারে, বা রেস্তোরাঁয় নৈশভোজ হতে পারে বা স্রেফ পরস্পরের হাত ধরে এদিক-সেদিক ঘুরে বেড়ানো যেতে পারে। পার্কের বেঞ্চে বসে আড্ডায় মেতে যাওয়াও হতে পারে। এমনটাই বলছেন গবেষক দল।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামাও মাসে অন্তত কয়েকবার নিজেরাই একে-অপরের হাত ধরে ‘ডেট নাইট’-এ যান। তাঁদের এই ‘ডেট নাইট’-এ কিন্তু সঙ্গে দুই মেয়ে কখনই থাকে না। ব্রিটেনের প্রাক্তন প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনও স্ত্রীকে নিয়ে এমন ‘ডেট নাইট’-এ যান। এমন ‘ডেট নাইট’-এ ব্যস্ত স্বামীর সঙ্গে বহু মনোমালিন্য কেটে গিয়েছে বলেও দাবি করেছেন সামান্থা ক্যামেরন।

তবে, ‘ডেট নাইট’-এ ঘন ঘন গেলেও মুশকিল আছে বলে জানিয়েছেন গবেষকরা। এতে নাকি স্বামী-স্ত্রীর মধ্যে ‘ডেট নাইট’-এর আকর্ষণটা কমে যায়। তাই, গবেষকদের পরামর্শ, মাসে একটি ‘ডেট নাইট’, সেটাই সম্পর্ক টিকিয়ে রাখার মহাষৌধ।-এবেলা
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে