সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৭:১৭

জানেন, কীভাবে হোয়াটস অ্যাপের ভাইরাস থেকে ফোন বাঁচাবেন?

জানেন, কীভাবে হোয়াটস অ্যাপের ভাইরাস থেকে ফোন বাঁচাবেন?

এক্সক্লুসিভ ডেস্ক : সারাদিন স্মার্টফোন নিয়েই হাতাহাতি। ফেসবুক, হোয়াটস অ্যাপ, ট্যুইটার, ইনস্টাগ্রাম। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় অনলাইন। বন্ধুদের সঙ্গে আড্ডা, ছবি শেয়ার, ভিডিও শেয়ার। আর এই সমস্ত শেয়ারিংয়ের মাঝে ভাইরাস অ্যাটাক হচ্ছে স্মার্টফোনে। হোয়াটস অ্যাপে মাঝে মাঝেই এমন অনেক মেসেজ দেখা যায়, যেখানে ফ্রি গিফট বা বিভিন্ন পুরস্কার দেয়ার কথা বলা হয়। আমরাও এমন এসএমএস দেখেই কৌতুহলবশত খুলে দেখি।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে, হোয়াটস অ্যাপ নাকি হোয়াটস অ্যাপ গোল্ড নামে আপডেটেড ভার্সন হয়ে গিয়েছে। কিংবা এমন প্রায়ই শোনা যায় যে, হোয়াটস অ্যাপ নাকি বন্ধ হয়ে যেতে চলেছে। হোয়াটস অ্যাপ নিয়ে সারাক্ষণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যারা এমন বিভ্রান্তি ছড়ান, তারা নিজেদের হোয়াটস অ্যাপের কর্মকর্তা বলে পরিচয় দেন। কিন্তু হোয়াটস অ্যাপ কখনোই কোনো একজনকে এমন বার্তা দিতেই পারে না।

তাই কখনো যদি এমন ধরনের কোনো মেসেজ পেয়ে থাকেন, যা আপনার মনে সংশয় তৈরি করে, সেই মেসেজ এড়িয়ে যাবেন। কারণ, ওই সমস্ত মেসেজের মধ্যেই ভাইরাস লুকনো থাকে। আপনার একটা ক্লিকের দ্বারাই তা আপনার ফোনকে ক্ষতিগ্রস্থ করতে পারে।-জিনিউজ
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে