মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৩১:০৬

মাত্র ৬৫০ টাকায় নিজ সন্তানকে বিক্রি করলেন এক দম্পতি

মাত্র ৬৫০ টাকায় নিজ সন্তানকে বিক্রি করলেন এক দম্পতি

এক্সক্লুসিভ ডেস্ক: শিশুর দায়ভার বহন করা সম্ভব হচ্ছিল না দুঃস্থ মা-বাবার৷ দিন আনি দিন খাই অবস্থাতে জীবন কাটানো হরিতা ত্রিপুরা আর চরণ ত্রিপুরা তাই বুঝে উঠতে পারছিলেন না সন্তানের লালন-পালন করবেন কেমন করে! আর তাই শেষটায় দারিদ্র্যের কাছে হার মেনে মাত্র ৬৫০ টাকার জন্য বিক্রি করে দিলেন নিজেএক্সক্লুসিভ ডেস্ক

দের শিশুকন্যাকে৷ ত্রিপুরার এক উপজাতি সম্প্রদায়ের দম্পতির চরম দারিদ্র্যের বশে নেওয়া এমন সিদ্ধান্তে হতবাক গোটা দেশ৷

জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর হরিতা এবং তাঁর স্বামী চরণ নিজেদের  দু’বছরের সন্তানকে রিতা চকমার কাছে বিক্রি করে দেন। ত্রিপুরার উপজাতি মানুষের এই দুরবস্থা নিয়ে কথা বলার সময় প্রশাসনের উপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷

জানিয়েছেন, “ত্রিপুরার উপজাতি এলাকাগুলি চরম দারিদ্র্য কবলিত৷ এখানে মানুষ খিদের জ্বালায় জ্বলছেন অহরহ৷ আর এই খবরগুলিই প্রকাশ্যে আসতে দেয় না প্রশাসন৷ এখানকার মানুষের টিকে থাকার লড়াই যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে সন্তানকে বিক্রি করে দেওয়ার ঘটনা নতুন নয়৷ আগেও পেটের তাড়নায় সন্তানকে বিক্রি করার ঘটনা ঘটেছে এই অঞ্চলে৷”

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপরতা অবলম্বন করেছে পুলিশ৷ শিশুটিকে আগরতলার অভয়নগর থেকে উদ্ধার করা হয়েছে। পেটের তাড়নায় সন্তানকে বিক্রি করার ঘটনা এই প্রথম নয়৷ ২০১৫ সালের জুলাই মাসে খোয়াই জেলার মুণ্ডা বস্তি এলাকায় এক দম্পতিও ৪৫০০ টাকার বিনিময়ে সদ্যোজাতকে বিক্রি করে দিয়েছিলেন।-আজকাল

২৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে