মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৪৭:০০

‘সেলেব্রাইট’ যার মাধ্যমে ফোন করা যাবে জঙ্গিদের

‘সেলেব্রাইট’ যার মাধ্যমে ফোন করা যাবে জঙ্গিদের

এক্সক্লুসিভ ডেস্ক : ইসরাইলি সংস্থা এমন একটি গেজেট আবিষ্কার যা দিয়ে যে কোনও স্মার্টফোন ক্র্যাক করা সম্ভব। এই গেজেটটির নাম ‘সেলেব্রাইট’। সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে এই টেকনোলোজির মাধ্যমে জঙ্গিদের যে কোনও ফোন ক্র্যাক করে সে তথ্য পুলিশের হাতে তুলে দিতে পারবে। এতে অনেক সহায়তা হবে। স্যান বার্নার্ডিনোতে গোলাগুলির ঘটনায় জঙ্গিদের আইফোনকে ট্র্যাক করে ‘সেলেব্রাইট’। এরপর থেকে প্রথম শিরোনামে উঠে আসে সংস্থাটি। ‘সেলেব্রাইট’-এর পক্ষ থেকে জানানো হয়, তাদের এই টেকনোলজি বর্তমানে যে কোনও স্মার্টফোনের সুরক্ষা প্রাচীর ভাঙতে পারে।

এই টেকনোলজি এখনও পুলিশের হাতে তুলে দিয়েছে কিনা এই ব্যাপারে সংস্থার তরফ থেকে এখনও তথ্য পাওয়া যাইনি। একটি অনুষ্ঠানে সংস্থার তরফ থেকে সকলকে দেখানো হয় কিভাবে তাদের সফটওয়্যার প্রথমে ফোন ক্র্যাক করে এবং তারপর তথ্য বিচার করে বের করে ডিভাসটি দিয়ে কিভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরীক্ষার জন্য কিছু ব্যাক্তিকে আধা ঘন্টার জন্য বিভিন্ন মডেলের স্মার্টফোন দেওয়া হয়। ওই সময়ের মধ্যে ওই ব্যক্তি ফোনটিতে তার ইচ্ছামত পাসওয়ার্ড দিয়ে ছবি তুলতে, মেসেজ করতে এবং অন্যান্য কাজের অনুমতি দেওয়া হয়। নির্দিষ্ট সময় পর সেলেব্রাইটের কর্মকর্তা ইউভাল বেন-মোশে ফোনটি নিয়ে নেন। এবং সেটি ইউএসবি কেবল দিয়ে একটি ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে যুক্ত করেন। এরপর স্ক্রিনে কিছু বাটন চেপে ফোনটি আনলক করে ফেলেন এবং ফোনটির তথ্য সকলের সামনে চলে আসে।

মোশে বলেন, “আপনার ফোনে রয়েছে এমন প্রায় সব ডেটাই আমরা বের করতে পারি।” মোশে দাবী করেন তাদের টেকনোলজি বাজারের প্রায় সকল ফোন থেকে তথ্য নিতে পারে, এমনকি নতুন “আইফোন ৭” থেকেও। -কলকাতা
২৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/জাহিদ/জেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে