মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২৯:৪৪

গুরুত্বপূর্ণ পরিষেবায় ব্যাবহার হচ্ছে গুগল গ্লাস

গুরুত্বপূর্ণ পরিষেবায় ব্যাবহার হচ্ছে গুগল গ্লাস

এক্সক্লুসিভ ডেস্ক: গুগল গ্লাস যে উদ্দেশ্য নিয়ে ডিভাইসটি তৈরি করেছিল তা আর সে কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এই ডিভাইস প্যারামেডিকেলের জরুরী চিকিৎসায় (ইএমটিএস) মুখ্য ভূমিকা নিয়েছে। পপুলার সায়েন্স-এর প্রতিবেদন অনুসারে, এই ‘বাস্তবতা-উদ্দীপিত হেডসেট’ জরুরি মুহুর্তে প্যারামেডিকদের যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছে। এ ছাড়াও রোগীদের রোগ নির্ণয়ে এবং সার্জন আর ডাক্তারদের মধ্যে হাসপাতালে যোগাযোগ করার জন্যও গুগল গ্লাসের ব্যবহার বেড়ে চলেছে। “দুর্যোগের সময়ে ইমার্জেন্সি রুমগুলোয় সাধারণত সব রোগীদের স্থান পাওয়া যায় না।

তবু যখন বেশি ক্ষতিগ্রস্থ কোনো রোগী দেখা যায় আমরা সবসময়ই চেষ্টা করি তাদের যথাসাধ্য ট্রিটমেন্ট করার”, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল-এর (ইউএমএমএস) জরুরী চিকিৎসক ডাক্তার পিটার চাই এই কথা জানিয়েছেন। ইউএমএমএস এই প্রথমবারের মতো গুগল গ্লাস চালু করে জরুরি মূহুর্তে পরিষেবা উন্নতি পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছে। আইএএনএস জানিয়েছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি-তে গুগল গ্লাস ব্যবহার করা হয় অটিস্টিক শিশুদের সহায়তা করার জন্য। এই গ্লাস ব্যবহারের ফলে অটিস্টিক শিশুদের মুখের অভিব্যাক্তিতে লক্ষণীয় পরিবর্তন আনা সম্ভব হয়েছে বলে উপলব্ধি করেছে তাদের পরিবারের। -কলকাতা
২৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/জাহিদ/জেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে