এক্সক্লুসিভ ডেস্ক: হাসিখুশি দম্পতিরা সুস্থ থাকেন। বিশেষ করে মাঝবয়সী দম্পতি হলে হাসিখুশি থাকার ওপর জোর দিচ্ছেন গবেষকরা। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউলিয়াম চপিক বলেন, ‘আমাদের গবেষণা সুখ ও সুস্বাস্থ্য নিয়ে নতুন দিক তুলে ধরেছে।’
হাসিখুশি থাকা এবং সুস্থাস্থ্য নিয়ে গবেষণার জন্য ৫০ থেকে ৯৪ বছর বয়সী ১, ৯৮১ জোড়া মাঝবয়সী দম্পতির ওপর পরীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। দেখা গেছে হাসিখুশি দম্পতিদের স্বাস্থ্য ভাল রয়েছে। শুধু তাই নয়, সুখি দম্পতিরা আরও বেশি করে সামাজিক মেলামেশা করেন। এই ধরনের দম্পতিরা একজন সঙ্গীতেই সুখি থাকেন।-আজকাল
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ