বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৯:৩৫

ট্রেনের গতিকেও হার মানাচ্ছে এই সাইকেল!

ট্রেনের গতিকেও হার মানাচ্ছে এই সাইকেল!

এক্সক্লুসিভ ডেস্ক : সাইকেল কী কখনো ট্রেনের গতিতে পৌঁছতে পারে৷ কখনো কী কেউ এমনটা শুনেছে বা দেখেছে? তবে কেউ দেখুক বা না দেখুক এবার এমনটাই হয়েছে৷ কী মনে করছেন এই সাইকেলটিতে ওবামার কাডিলাক গাড়িতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয় সেটি ব্যবহৃত হয়েছে? না, এরকম একদমই নয় এই সাইকেলটি সম্পূর্ণ চলে মানবশক্তিতে৷ মানবচালিত এই সাইকেলটি শতাব্দী এক্সপ্রেসের গতিকেও হার মানচ্ছে৷ ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে পারে এই সাইকেল৷

আমরা সাধারণত সিনেমায় এই ধরনের বিষয়ের সম্মুখীন হই, বাস্তবেও যে এমনটা হতে পারে তা আমাদের কল্পনারও অতীত৷
প্রতিবছর আমেরিকার ব্যাটেল মাউনটেনে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ সেটির নাম ‘ওয়াল্ড হিউম্যান পাওয়ার স্পিড চ্যালেঞ্জ’৷ কিছু অ্যাথলেটিক সেখানে প্রতিবছর অংশগ্রহণ করে৷ আমেরিকার ওই শহরটি এই প্রতিযোগিতার জন্য বিখ্যাত৷ এই প্রতিযোগিতায় যে বাই-সাইকেলটি ব্যবহার করা হয় সেটি দেখতে ডিম্বাকার আকৃতির৷ বায়ুগতিবিদ্যায় পারদর্শীরা এই বাই-সাইকেলগুলির ডিসাইনটি করেছেন৷

সমীক্ষা করে দেখা গিয়েছে এই বাই-সাইকেলগুলি ট্রেনের থেকেও বেশি জোড়ে চলে৷ ট্রেনের গতিকেও হার মানাচ্ছে এই সাইকেল৷-কলকাতা২৪
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে