এক্সক্লুসিভ ডেস্ক: বছর খানেক বয়সের শিশুর তেমন কি-ই বা বুদ্ধি থাকতে পারে? কিন্তু এই বালকের বুদ্ধিমত্তা দেখে আপনি সত্তিই বিস্মিত হবেন। সম্প্রতি সামাজিক গণমাধ্যমে একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে। তা দেখে আপনিও বলবেন, সে সত্তিই জিনিয়াস।
ভিডিওটিতে দেখা যায়, বছর খানেকের একটি শিশু নিজ বুদ্ধি খাটিয়ে খাট থেকে নামার কৌশল বের করেছে কারও সাহায্য ছাড়াই।
শিশুটির বাবা প্রথমে ইউটিউবে ভিডিওটি পোস্ট করেন। ওই ভিডিওটির শিরোনাম হলো ‘মাই সান দ্য জিনিয়াস’। ভিডিওতে দেখা যায় ছোট শিশুটি খাটের ওপর আছে। সে নামতে চায়। কিন্তু পারছে না। ঘরেও অন্য কেউ নেই।
ছোট শিশুটি খাট থেকে নামতে গিয়ে ‘বুদ্ধির’ আশ্রয় নেয়। মুখে লাগানো বিনকি বা মধুচুষনিও ফেলে দেয় সে। খাটে থাকা তিনটি বালিশ একে একে খাটের পাশে ফেলে দেয়। এরপর আস্তে করে খাট থেকে নামে শিশুটি।
গত মাসের ২২ তারিখে পোস্ট করা ভিডিওটি আজ রোববার রাত পর্যন্ত ৩৬ লাখের বেশি বার (৩৬,০৭০৬০) দেখা হয়েছে। সূত্র: এনডিটিভি
০৫ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস