এক্সক্লুসিভ ডেস্ক: ব্যক্তি জীবনের মতো চাকরি জীবনেও কিছু ব্যপারের গুরুত্ব অনেক। ব্যক্তি জীবনে যেমন আশে-পাশের সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলে সুন্দর পরিবেশের নজির স্থাপন করতে হয়। সবার সুখে দুঃখে এগিয়ে যেতে হয়। ঠিক তেমনটা চাকরি জীবনেও মেনে চলতে হয়।
চাকরী করার জন্য যে মনোভাবের প্রয়োজন হয় তা নির্ভর করে অনেক কিছুর উপর। চলুন সে বিষয়গুলো জেনে আসি-
পারিবারিক বন্ধন
পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারে যদি ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে তবে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না। মেজাজ এতটাই খিটখিটে থাকবে যে অফিসের সহজ কাজও বিরক্ত মনে হবে। আর কাজের চাপ থাকলে তো কোন কথাই নেই। ফলে যে কোনো কাজ আপনার কাছে বোঝা মনে হবে এবং আপনি নিজেকে দোষারোপ করতে থাকবেন নানাভাবে।
ভালোবাসার অভাব
প্রিয় মানুষের পাশাপাশি আপনার কোন ভালো বন্ধু না থাকে তবে আপনি অনেক কথাই মনের ভেতর আটকে রাখবেন। যা অপ্রকাশিতই থেকে যাবে। ফলে মনের ভেতর আর মস্তিস্কের ভেতর যুদ্ধ চলতে থাকবে এবং এর প্রভাব পড়বে চাকরির ক্ষেত্রে।
নিজের জন্য সময়
নিজের যে আলাদা একটা জগৎ আছে তা আমরা প্রায়ই ভুলতে বসি। আমাদের ক্ষেত্রে এমন হয় যে পৃথিবীতে সবার জন্য সময় হলেও নিজের জন্য আমাদের সময় নেই। আমরা সবার সমস্যা সমাধান করলেও নিজের ক্ষেত্রে বুঝে উঠি না কী করবো? তাই দিনের একটা সময় নিজের জন্য রাখা উচিৎ। যাতে আপনি আপনাকে সময় দিতে পারেন। নিজের ভুলভ্রান্তি গুলো ধরতে পারেন। যা চাকরি জীবনে খুব গুরুত্বপূর্ণ।
মানবপ্রীতি
ভালোবাসা শুধু মাত্র আপনি একটি মাত্র স্তরের মানুষের জন্য দেখাবেন। তা মোটেও ঠিক না। এই ক্ষেত্রে আপনি যেমন নানা মানুষের সাথে মিশছেন তেমনি তাদের প্রতি আপনার ভালোবাসাও থাকতে হবে। যাতে আপনার সাথে সবার একটি ভালো সম্পর্ক থাকে।
আত্মতৃপ্তি
আপনি আপনার নিজের কাজে কতটা খুশি তা চাকরিজীবনে খুব গুরুত্বপূর্ণ। দেখা যাবে আপনি হয়তো একটি কাজ করছেন কিন্তু তা আপনার পছন্দের না। এই ক্ষেত্রে আপনার করা কাজটাও ভালো হবে না আর আপনিও সফল হবেন না।
২ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর