এক্সক্লুসিভ ডেস্ক: ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য গোটা বিশ্বে সমাদৃত। গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত বিদেশিদের সব সময় শ্রদ্ধার চোখে দেখেছে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক পরিপূর্ণতার জন্য সারা বিশ্বের কাছেই কৌতুহলের উদ্রেক করেছে ভারত।
কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন সম্পর্কে রকমফের রয়েছে ভারতের। কোনও কোনও দেশের যেমন ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেরকমই কোনও কোনও দেশ ভারতকে মোটেই পছন্দ করে না।
ভারতের সঙ্গে প্রীতির সম্পর্ক রয়েছে, এমন পাঁচ দেশ
৫. আমেরিকা: আমেরিকার প্রয়োজন কর্মপটু বুদ্ধিদীপ্ত মানব সম্পদ। সেই কারণেই ভারতকে পছন্দ আমেরিকার। পরিস্কার করে বলতে গেলে ভারতের বিশাল চাকরির বাজারকে ব্যবহার করছে আমেরিকা। এর ফলে দেশে আর্থিক সাহায্য হলেও উন্নত ব্রেন দেশের বাইরে চলে যাচ্ছে। পাশাপাশি এশিয়ায় নজরদারী বাড়াতেও ভারতকে পাশে রাখতে চাইছে আমেরিকা।
৪. ইংল্যান্ড: ভারতের এক সময়ের শত্রুর সঙ্গে এখন সম্পর্কের রসায়নটা বদলে গিয়েছে। সে দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষজন আদতে ভারতীয়। এছাড়া ইংল্যান্ডের ডাক্তারদের একটা বড় অংশ ভারতীয়। ইংল্যান্ডের প্রায় সব নাগরিক মহাত্মা গান্ধি সম্পর্কে জানেন এবং ভারতের প্রতি তাদের শ্রদ্ধাবোধ আছে।
৩. সিঙ্গাপুর: এই আয়তনে ছোট কিন্তু আর্থিক ভাবে বলশালী দেশ ভারতের সত্যিকারের বন্ধু। প্রযুক্তিগত ও অর্থনৈতিক ভাবে বারবার ভারতকে সাহায্য করেছে সিঙ্গাপুর।
২. জাপান: এই ইলেকট্রনিক গুরুর ভারতের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এ দেশে বহু জাপানি কোম্পানি কাজ করছে। ভারতের দিকে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জাপান।
১. রাশিয়া: শত্রুর শত্রু আমার বন্ধু। ১৯৭১ সালের যুদ্ধ ও কার্গিল যুদ্ধের সময় যখন আমেরিকা পাকিস্তানকে সাহায্য করে, তখন নানা ভাবে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাশিয়া। যদিও আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে বেশ ভালো, তবু রাশিয়াই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে ভালো বন্ধু।
২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি