এক্সক্লুসিভ ডেস্ক: শপিং করতে ভালবাসেন৷ তাই করেছিলেন। খরচটা একটু বেশিই হয়ে গিয়েছিল। এই ১০ লাখ টাকার মতো। এতেই মধ্যপ্রদেশের আইএএস অফিসারের স্ত্রীকে নোটিশ পাঠাল আয়কর দফতর৷ খুব কম সময়ের মধ্যে এই শপিং করেছেন অভিযুক্ত৷ স্ত্রীর কীর্তিতে আইএএস অফিসারের বক্তব্য, মানসিক সমস্যায় ভুগছেন তিনি৷ তাঁর ‘কম্পালসিভ বাইং ডিসঅর্ডার’ রয়েছে৷ সেই কারণেই গুচ্ছ গুচ্ছ শপিং করে ফেলেন৷ পরে বিপাকে পড়তে হয় আইএএস অফিসারকে৷
অনলাইনে শপিং করেছিলেন অফিসারের স্ত্রী৷ অনলাইনে যাঁরা শপিং করেন, তাঁদের নজরে রাখার জন্য একটি বিশেষ সফটওয়্যার রয়েছে আয়কর দফতরের৷ এর মাধ্যমেই কোনো ব্যক্তির অনলাইন শপিংয়ের বহর দেখে তাঁরা বুঝে নিতে পারে সেই ব্যক্তির আনুমানিক আয় কত হতে পারে। তারপর সেই টাকার পরিমাণ তাঁর ট্যাক্স রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখা হয়।
আয়কর দফতর সূত্রে খবর, অর্থের এই পরিমাণ মেলানোর পরই আইএএস অফিসারের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। যাতে স্ত্রীর অসুস্থতার দোহাই দিয়ে বাঁচতে চাইছেন তিনি।-সংবাদ প্রতিদিন
০৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ