সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৯:৫৫:২৮

এই সুস্বাদু ঘরোয়া মিশ্রণটি ১৫ কেজি ওজন কমাবে মাত্র এক মাসে

এই সুস্বাদু ঘরোয়া মিশ্রণটি ১৫ কেজি ওজন কমাবে মাত্র এক মাসে

এক্সক্লুসিভ ডেস্ক: শরীরের ওজন কমাতে চান অথচ ডায়েটিংয়ে উৎসাহী নন, তাঁদের জন্য ওজন কমানোর একটি প্রাকৃতিক, ঘরোয়া এবং সহজ উপায় বাতলে দিয়েছে ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, এই বিশেষ কৌশলের সাহায্যে এক মাসে অন্তত ১৫ কেজি ওজন কমিয়ে ফেলা সম্ভব।

এই কৌশলের মূলে রয়েছে একটি বিশেষ মিশ্রণ। এই মিশ্রণ বানাতে লাগবে সামান্য দু’টি জিনিস—

১. এক চা চামচ জিরে গুঁড়ো, আর

২. এক গ্লাস পাতলা টক দই।

এই দু’টি উপাদান ভাল করে মিশিয়ে নিয়ে রাত্রে শোওয়ার আগে খেয়ে নিন। ব্যস্, আপনার কাজ শেষ।

গবেষকদের দাবি, এই মিশ্রণ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। যার ফলে কমে যায় মেদের পরিমাণ এবং দ্রুত হ্রাস পায় শরীরের ওজন। ইরানের ওই বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা সমীক্ষা-রিপোর্ট অনুযায়ী, ৪৪ জন মেদবহুল মানুষের উপর এই মিশ্রণের প্রভাব পরীক্ষা করে দেখা গিয়েছে, প্রতিদিন যদি দই-জিরের এই মিশ্রণ সেবন করা যায়, তাহলে এক মাসে অন্তত ১৫ কেজি ওজন কমানো সম্ভব। তাহলে আর দেরি কীসের, আজই রাত্রি থেকে শুরু করুন দই-জিরে খাওয়া, আর এক মাসে হয়ে উঠুন স্বাস্থ্যবান।
৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে