এক্সক্লুসিভ ডেস্ক: কিছু ঘটনা, যা শুধু ভারতেই ঘটে। কিছু ছবি যা শুধু ভারতেই তোলা সম্ভব। এ দেশের রাস্তায় যা সম্ভব তা হয়তো আর কোনো দেশেই সম্ভব নয়।
মাঝে মাঝে কিছু হাস্যকর এবং উদ্ভট ব্যাপার যা শুধু ভারতেই দেখা যায়। উপরের ছবিট দেখলেই বুঝা যায় আসলে ভারতের বেশ কিছু অঞ্চলের লোকদের জীবন বৈচিত্র এবং চলাফেরা কেমন।
ভারতেরক রাস্তায় ধরা পড়া এমনই কিছু লেন্সবন্দি দৃশ্য যা দেখে অনেকে হাসতে পারেন আবার অনেকে মনে করতে পারেন ‘ও মাইরি তারা পারেন ও বটে।’
৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর