এক্সক্লুসিভ ডেস্ক: সাম্প্রতিককালে যেভাবে ভূমিকম্প হচ্ছে তাতে অনেক মানুষ আতঙ্কিত। সবার মনে আশঙ্কা দেখা দিয়েছে, কখন কি হয়! এবার মানুষের মনে ভয় কাটাতে বিজ্ঞানীরা নতুন এক পদক্ষেপ নিয়েছে। ভূমিকম্প হওয়ার ফলে যে ‘সিসমিক তরঙ্গ’ তৈরি হয় সেই তরঙ্গকেই শব্দ ও চিত্রে রূপান্তরিত করা হবে। তাই এবার থেকে ভূমিকম্প শোনা এবং দেখাও যাবে। আর এই সিসমিক তরঙ্গ যে শুধু ভূমিকম্পের বিষয়ে জানান দেবে সঙ্গে পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। নতুন এই প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষজ্ঞরা। এই বিশেষজ্ঞ দলের একজন জানিয়েছেন, ‘সিসমিক তরঙ্গ’ থেকে এর আগেও শব্দ তৈরির ঘটনার কথা জানা গিয়েছিল। ‘সিসমো ডোম’ প্রজেক্টের মাধ্যমে যে শব্দ তরঙ্গ তৈরি হয়েছিল তাকেই এই বিশেষজ্ঞ দল কম্পিউটার কোডের মাধ্যমে লিখিত রূপ দিচ্ছেন। ওই শব্দ তরঙ্গের লিখিত রূপ দেন এক পদার্থবিদ, তারই দেখানো পথ অনুসরণ করেই এই যুগান্তকারী আবিষ্কার করলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞদল।
নতুন এই আবিষ্কারের ফলে ভূমিকম্পের ‘আফটার শক’-এর ক্ষয়ক্ষতিকেও অনেকটা আটকানো যাবে। এছাড়াও ভূমিকম্পের তীব্রতা ও উৎসস্থলের স্পষ্ট অনুমানও পাওয়া সহজ হবে। বিজ্ঞানীদের মতে নতুন এই টেকনোলজির মাধ্যমে ভূ-তাত্ত্বিক যে পরিবর্তন গুলো হচ্ছে অনেকটাই আটকানো যাবে।-কলকাতা২৪
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস