সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৭:৩৯:৪৩

সাপ-পাখির লড়াই!

 সাপ-পাখির লড়াই!

এক্সক্লুসিভ ডেস্ক : ক্ষমতা আকড়ে রাখা বা ক্ষমতায় যাওয়ার লড়াই বিশ্বের প্রায় প্রতিটি দেশেই।  লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই.. এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে কোনো কোনো দেশ।

আবার বিশ্বের আধিপত্য নিজেদের কব্জায় ধরে রাখতে কিংবা আধিপত্য নিতে কত ধরনের মারণাস্ত্রই ব্যবহার করে থাকে।  এমনো দেখা গেছে, নিজের জীবন বাঁচাতে অজগরের সঙ্গে প্রাণপণ লড়াই করেছে শিয়াল।  কিন্তু শেষমেষ পেরে উঠতে পারেনি শিয়ালটি।  সেই অজগরের আহারে পরিণত হয়েছে।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে।
দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে ডিম দেয় এক জোড়া তিতির পাখি। তাদের সেই ডিম দিয়ে ক্ষুধা নিবারণে হামলা চালায় ওই পার্কেরই একটি সাপ।  

সেই সাপের আক্রমণাত্মক অবস্থা অনুভব করতে পারে জোড়া তিতির পাখি।  বংশধরকে বাঁচাতে ওই সাপের সঙ্গে লড়াই শুরু করে।  দীর্ষ লড়াইয়ের পর  হার মানে সাপটি।  অবশেষে মা-বাবার ভালোবাসার কাছে পরাজিত হয় তার হিংস্রতা।  সূত্র : পিপলস ডেইলি
৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে