মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৯:১৫:০৫

কত টাকার মালিক মুকেশ অম্বানি? প্রকাশ্যে এল চোখ কপালে তোলার মতো তথ্য

কত টাকার মালিক মুকেশ অম্বানি? প্রকাশ্যে এল চোখ কপালে তোলার মতো তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক: তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের ফার্মাসিউটিকাল ব্যবসায়ী দিলিপ সংঘভি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬.৯ বিলিয়ন মার্কিন ডলার (১.১ লক্ষ কোটি টাকা)। অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারীকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছেন মুকেশ অম্বানি।

তিনি যে ভারতের ধনীতম ব্যক্তি এবং পৃথিবীর অন্যতম ধনী সেই কথা আগেই জানা ছিল। কিন্তু বর্তমানে ঠিক কত টাকার সম্পত্তির অধিকারী মুকেশ অম্বানি? সেই তথ্যও প্রকাশ্যে এল এবার।

ফোর্বস প্রকাশ করেছে ১০০ জন ধনীতম ভারতীয়ের তালিকা। সেই তালিকায় শীর্ষে রয়েছেন মুকেশ অম্বানি। ফোর্বস ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ২২.৭ বিলিয়ন আমেরিকান ডলারের সম্পত্তি রয়েছে মুকেশের। টাকার হিসেবে অঙ্কটা দাঁড়াবে দেড় লক্ষ কোটি টাকার মতো। গত বছরের তুলনায় মুকেশের সম্পত্তির পরিমাণ বেড়েছে অনেকটাই। গত বছর মুকেশের সম্পত্তি ছিল ১৮.৯ বিলিয়ন ডলার (১.২ লক্ষ কোটি টাকা)। এই সম্পত্তি বৃদ্ধির পিছনে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম ২১ শতাংশ বেড়ে যাওয়া।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের ফার্মাসিউটিকাল ব্যবসায়ী দিলিপ সংঘভি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬.৯ বিলিয়ন মার্কিন ডলার (১.১ লক্ষ কোটি টাকা)। অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারীকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছেন মুকেশ অম্বানি।-এবেলা
৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে