মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৫:১৪:০৪

হোয়াটস অ্যাপে আসছে বিপুল পরিবর্তন, জানেন কি যুক্ত হচ্ছে নতুন করে?

হোয়াটস অ্যাপে আসছে বিপুল পরিবর্তন, জানেন কি যুক্ত হচ্ছে নতুন করে?

এক্সক্লুসিভ ডেস্ক: ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপে আসতে চলেছে বিপুল পরিবর্তন। এবং মূলত এতদিন যে সুবিধা পেতেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা, এবার সেই সুবিধা পাবেন হোয়াটস অ্যাপ ব্যবহারকারীও। এবার থেকে যে কোনও ছবিতে বা ভিডিওতে কিছু আঁকার বা লেখার সুযোগ পাবেন গ্রাহকরা।

সেই সঙ্গে নানা ধরনের ইমোজিও নিজেদের চ্যাটে সংযুক্ত করতে পারবেন তাঁরা। অ্যান্ড্রয়েড ফোন যাঁদের, তাঁরা এখনই হোয়াটস অ্যাপ আপডেট করলে এই সুবিধা পাবেন। আইফোন ব্যবহারকারীরাও কিছুদিন পরেই পাবেন আপডেটটি।

মূলত স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে ওঠার জন্যেই এই নতুন আপডেট  আনল হোয়াটস অ্যাপ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। হোয়াটস অ্যাপের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘‘যখন হোয়াটস অ্যাপে কেউ কাউকে কোনও ছবি বা ভিডিও পাঠাচ্ছেন, তখন নিশ্চয়ই নিজেরা হাতে লিখে বা এঁকে ব্যক্ত করতে চাইবেন তাঁর ভালবাসা।

সেই কারণেই এই নতুন আপডেটের বন্দোবস্ত। ছবি এবং ইমোজি যে লেখা কথার চেয়ে অনেক বেশি পরিমাণে মনের কথা ব্যক্ত করতে সক্ষম, তা কে না জানে!’’ পাশাপাশি হোয়াটস অ্যাপ ক্যামেরায় ছবি তোলার সময়ে কেউ যদি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে চান, তাহলে তিনি এবার থেকে ফ্রন্ট ফ্ল্যাশের সহায়তা পাবেন। ফলে এবার থেকে অন্ধকারে বা স্বল্প আলোয় ছবি তোলার প্রয়োজন হলে ফ্রন্ট ক্যামেরাতেই সেই ছবি তুলে হোয়াটস অ্যাপে শেয়ার করা যাবে।-এবেলা

০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে